কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্র আন্দোলন অব্যাহত। অনলাইন পরীক্ষার (Online Exam) দাবিতে ফের উত্তপ্ত কলেজ স্ট্রিট (College Street)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পরীক্ষার্থীদের বিক্ষোভ।
অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ: রাজ্যজুড়ে সংক্রমণের মতো ছড়াচ্ছে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ। বাড়িতে বসে, অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভে ফের উত্তাল কলেজ স্ট্রিট এলাকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাজুড়ে সারি দিয়ে বসে পড়ুয়ারা। সঙ্গে স্লোগান, হাতে প্ল্যাকার্ড। দাবি সেই একই, অফলাইন নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে। রীতিমতো বিশ্ববিদ্যালয়ের গেট আটকে এদিন রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা। এদিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজের অধ্যক্ষ এবং অধ্যক্ষাদের বৈঠক রয়েছে। অনলাইন নাকি অফলাইন, কোন পদ্ধতিতে পরীক্ষা নিতে যায় কলেজ তা জানতে চাওয়া হবে। আর সেই বৈঠক শুরুর আগেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট চত্বর।
রাজপথে বিক্ষোভ পড়ুয়াদের: কিন্তু কেন অনলাইন পরীক্ষার দাবি? এক পরীক্ষার্থীর কথায়, "৬ মাসের কোর্স দেড় মাসের মধ্যে অফলাইন ক্লাস, এক মাসের মধ্যে অনলাইন ক্লাসে শেষ করা সম্ভব নয়। একেকটা বিষয়ের একটা বা দুটো অংশ হয়ত শেষ হয়েছে। ক্লাসে বসে পড়াশোনার আবহ আর ঘরে বসে পড়া এক নয়।'' কিন্তু অনলাইন পরীক্ষা কি সমাধানের রাস্তা? এক ছাত্রীর বক্তব্য, "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়ে দিয়েছে, জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ করতে হবে। তাই যতটা সময় দরকার সেটা পাচ্ছি না। পরীক্ষা নিতে হলে অনলাইনই একমাত্র সমাধান। আর অফলাইনে পরীক্ষা নিতে হলে, জুন থেকে ৪ মাস আমাদের সময় দিতে হবে। সময় না দিলে আমরা অনলাইন পরীক্ষার দাবিই জানাচ্ছি।''
স্নাতক ও স্নাতকোত্তরে অফলাইন পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে আন্ডার গ্র্যাজুয়েট বোর্ডস অফ স্টাডিজ ও পোস্ট গ্র্যাজুয়েট ফ্যাকাল্টি কাউন্সিলস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজগুলির অধ্যক্ষদের মতামত জানার জন্য আজ বৈঠকে বসছে কর্তৃপক্ষ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ ও মতামত যা পাওয়া যাবে, তা ৩ জুন সিন্ডিকেটের বৈঠকে পেশ করা হবে। অফলাইন পরীক্ষার পক্ষে সিন্ডিকেট সিলমোহর দিলে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শতাধিক কলেজের স্নাতক স্তর ও স্নাতকোত্তর মিলিয়ে প্রায় দেড় লক্ষ পড়ুয়াকে ক্যাম্পাসে গিয়েই পরীক্ষা দিতে হবে।
আরও পড়ুন: SSC Job Seekers' Agitation : একমাসের মধ্যে নিয়োগপত্রের দাবি, ফের বিক্ষোভ এসএসসি চাকরিপ্রার্থীদের
Education Loan Information:
Calculate Education Loan EMI