কলকাতা: ফের রাজনীতির ময়দানে ফিরে এল সারদা প্রসঙ্গ। সোমবার কলকাতায় বিজেপির সভায় সারদা প্রসঙ্গ নিয়ে ফের তৃণমূলকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


কী বললেন শুভেন্দু:
এদিন সারদাকর্তার ছবি কেনার প্রসঙ্গ তুলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, 'সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা কার ছবি কিনেছিলেন? ভেবেছিলেন সারদা পুরনো হয়ে গিয়েছে? অপেক্ষা করুন, অপেক্ষা করুন ছবি আসছে। শুধু ভাইপো নয়, পিসিকেও যেতে হবে।' ধর্মতলার সভা থেকে নাম না করে হুঙ্কার শুভেন্দুর।


সারদা প্রতারণা কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সারদা-কাণ্ডে নাম জড়িয়েছিল তৃণমূলের একাধিক উপরমহলের নেতার। যখন ওই দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তৃণমূলেই ছিলেন শুভেন্দু অধিকারী।  


তীব্র সমালোচনা তৃণমূলের:
তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'সারা বাংলা জানেন। সারদা নিয়ে আমি যখন সরব হয়েছিলাম, শুভেন্দু তখন কোথায় ছিলেন? কী করছিলেন? আমি বলেছিলাম সুদীপ্ত সেনের থেকে যাঁরা টাকা নেন তাঁদের মধ্যে একজন শুভেন্দু। ওঁরা আমার ঘাড়ে বন্দুক রেখে, জেলে পাঠিয়ে ওঁরা বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। ওকে যদি সিবিআই নাও অ্য়ারেস্ট করে, আমি ৩১৩ ধারা প্রয়োগ করে বিচারপতির অনুমতি নিয়ে ওঁকে কলার ধরে কাঠগড়ায় টেনে আনব, তবে আমার নাম কুণাল ঘোষ। তদন্ত থেকে বাঁচতে ও বিজেপিতে গিয়েছে।'


বিধানসভাতেও ধুন্ধুমার:
সোমবার রাষ্ট্রপতি অবমাননা ইস্যুতে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ করা হয়। আজ মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা করার দাবি জানায় বিরোধী দল। বিজেপির পরিষদীয় কমিটির বৈঠকে মন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদে বিধানসভার ভিতরেই স্লোগান দেন বিজেপি বিধায়করা। চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে তৃণমূলের মহিলা বিধায়করা পাল্টা প্রতিবাদ করেন। এরপর বিধানসভার অধিবেশন শেষ হতেই বেরিয়ে এসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা।


পথে নেমে প্রতিবাদ:
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কু-মন্তব্যের প্রতিবাদে এদিন পথে নামে বিজেপি। কলেজ স্কোয়ারে বিজেপি মহিলা মোর্চার মিছিল। মিছিলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল ছিলেন। অখিল গিরির অপসারণ ও গ্রেফতারির দাবিতে মিছিল দাবি না পূরণ হলে, আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি বিজেপির।


আরও পড়ুন: 'কামড়ানো বাহিনী তৈরি করেছে পুলিশ', কামড়-প্রসঙ্গ তুলে কটাক্ষ শুভেন্দুর