কলকাতা: সম্প্রতি নিয়োগ-আন্দোলন নিয়ে তুলকালাম হয়েছিল এক্সাইড মোড় এলাকায়। সেখানে পুলিশের বিরুদ্ধে কামড়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন এক চাকরিপ্রার্থী। এবার সেই প্রসঙ্গ উঠে এল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর মুখে।


কলকাতায় বিজেপির সভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর কটাক্ষ, 'কামড়ানো বাহিনী তৈরি করেছে পুলিশ'। শুধু তাই নয়, একদিন তাঁকে ও সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কেও পুলিশ কামড়াতে গিয়েছিল বলে জানান শুভেন্দু।


গ্রেফতার-জামিন-বিভাগীয় তদন্ত:
কামড়ানোর মুহূর্তের ছবিও ধরা পড়েছিল এবিপি আনন্দের ক্যামেরায়। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল আক্রান্তকেই। হাসপাতালে পাঠানো হয়েছিল অভিয়ুক্ত পুলিশকর্মীকে। পরে আদালত থেকে জামিন মেলে আক্রান্ত চাকরিপ্রার্থীর।- সেই ঘটনায় কড়া বিবৃতি দেয় আদালতও। তারপরে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। 


নিশানায় নির্মল:
সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন নির্মল মাজি। তা নিয়ে ফের আক্রমণ শুভেন্দু অধিকারীর। তিনি এদিন বলেন, 'তোলামূলের সংস্কৃতি কী? বলছে মা সারদা নাকি জন্মেছেন কালীঘাটে। কেন সারদা মায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা? ব্যাখ্যা দিতে হবে।'


মহিলাদের এগিয়ে আসার ডাক: 
রাজ্য়ের বিরোধী দলনেতার অভিযোগ, মহিলাদের সম্মান দেয় না তৃণমূল। রাজ্যের শাসক দলকে হারাতে মহিলাদের এগিয়ে আসার বার্তা দেন তিনি। শুভেন্দু বলেন, 'তৃণমূলকে হঠাতে মহিলাদের এক হয়ে এগিয়ে আসতে হবে।'


উঠে এল সারদা প্রসঙ্গও:
এদিন সারদাকর্তার ছবি কেনার প্রসঙ্গ তুলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, 'সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা কার ছবি কিনেছিলেন? ভেবেছিলেন সারদা পুরনো হয়ে গিয়েছে? অপেক্ষা করুন, অপেক্ষা করুন ছবি আসছে। শুধু ভাইপো নয়, পিসিকেও যেতে হবে।' ধর্মতলার সভা থেকে নাম না করে হুঙ্কার শুভেন্দুর।


কীসের ইঙ্গিত?
ফের বাংলায় সরকার ফেলার ইঙ্গিত শুভেন্দুর। সোমবার ধর্মতলার সভা থেকে তিনি বলেন, 'মানুষ দেখতে পাচ্ছে, যেতেই হবে, দেখতে থাকুন। দেখতে থাকুন, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ।'

বিধানসভাতেও ধুন্ধুমার:
সোমবার রাষ্ট্রপতি অবমাননা ইস্যুতে বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ করা হয়। আজ মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা করার দাবি জানায় বিরোধী দল। বিজেপির পরিষদীয় কমিটির বৈঠকে মন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদে বিধানসভার ভিতরেই স্লোগান দেন বিজেপি বিধায়করা। চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে তৃণমূলের মহিলা বিধায়করা পাল্টা প্রতিবাদ করেন। এরপর বিধানসভার অধিবেশন শেষ হতেই বেরিয়ে এসে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা।


আরও পড়ুন: বগটুই গণহত্যা মামলায় চার্জশিট পেশ সিবিআইয়ের, নাম ৮ জনের