West Bengal News Live: পার্থ, অর্পিতার গ্রেফতারিতে তুঙ্গে রাজনৈতিক তরজা, 'দল দায় নেবে না' জানিয়েছে তৃণমূল

West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Jul 2022 11:31 PM
WB News Live: নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে আরও পার্থ ঘনিষ্ঠের নাম

অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার মোনালিসা দাস। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে আরও পার্থ ঘনিষ্ঠের নাম! দিলীপ ঘোষের অভিযোগ, বেনামে তাঁরও প্রচুর সম্পত্তি রয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগীয় প্রধান মোনালিসা দাস। 

WB News Live Updates: 'উনি শিক্ষামন্ত্রী ছিলেন, আমি শিক্ষক, এটুকুই সম্পর্ক', দাবি মোনালিসার

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মুখে মোনালিসা দাসের নাম। সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষের দাবি, শান্তিনিকেতনের বাসিন্দা মোনালিসা আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। ১০টি ফ্ল্যাট রয়েছে তাঁর। একইসঙ্গে মোনালিসার বাংলাদেশি যোগও রয়েছে বলে দাবি দিলীপ ঘোষের। যা বলা হচ্ছে তা অমূলক। আমি আমার পেশার প্রতি সৎ। উনি শিক্ষামন্ত্রী ছিলেন, আমি শিক্ষক। এটাই যোগাযোগের সূত্র।প্রতিক্রিয়া মোনালিসা দাসের।

WB News Live: পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা, SSKM হাসপাতালের ICCU’র ১৮ নম্বর বেড

টানা ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১টা ৫৫-য় গ্রেফতার। আদালতে ২ দিনের ইডি হেফাজত। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বর্তমান ঠিকানা, SSKM হাসপাতালের ICCU’র ১৮ নম্বর বেড। এখানেই ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বর্তমানে চিকিত্‍সক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।  সূত্রের খবর, মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্‍সকরা। সেই বোর্ডে কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ছাড়াও, রয়েছেন, এন্ডক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী, নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী।

WB News Live Updates: অর্পিতা জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের কাছ থেকে দালালের মাধ্যমে টাকা নেওয়া হত

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে দাবি, অর্পিতা জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের কাছ থেকে দালালের মাধ্যমে টাকা নেওয়া হত। সেই টাকা ধাপে ধাপে পৌঁছত সরকারি কর্মচারী, আমলা, নেতা-মন্ত্রীদের কাছে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে জিজ্ঞাসাবাদের পর দাবি ইডি সূত্রে।

WB News Live: কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়

কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়। এর মধ্যে পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লার বন্ধ। ‘বরানগরের বিটি রোডে নেল আর্টের পার্লারে প্রায়ই আসতেন অর্পিতা’। প্রয়োজনীয় জিনিস তিনিই এনে দিতেন, দাবি পার্লারের ম্যানেজারের। 


 

WB News Live Updates: অমর্ত্য, অভিজিৎ বিনায়কের কাছে বঙ্গবিভূষণ বয়কটের আর্জি, পার্থর গ্রেফতারিতে সরব সুজন

এএসসি মামলায় পার্থ গ্রেফতার হতেই ময়দানে সিপিএম। বিশিষ্টদের কাছে বঙ্গবিভূষণ বয়কটের আর্জি তাঁর। অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন সুজন চক্রবর্তীর।

WB News Live: পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে আটক করল ইডি

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে আটক করল ইডি।সুকান্ত SSC-র উপদেষ্টা কমিটির সদস্য। নিউ ব্যারাকপুরের বাড়ি থেকে তাঁকে আটক করে ইডি। নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। 

WB News Live Updates: বিপুল টাকা উদ্ধার, অথচ ফ্ল্যাটের মেনটেন্যান্স দেননি অর্পিতা!

অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তি ও তাঁর টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধারের পর সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বেলঘরিয়ার রথতলায় অভিজাত আবাসন ক্লাবটাউন হাইটসে ১১০০ ও ১৬০০ স্কোয়ার ফিটের ২টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। এর মধ্যে বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে রয়েছে টেরেস। আবাসন কর্তৃপক্ষের দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে এই দুটি ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ ৬০ হাজার টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে একটির জন্য ৯ হাজার ও আরেকটির জন্য ১১ হাজার টাকা বাকি। আবাসন কর্তৃপক্ষের দাবি, বিলাসবহুল ফ্ল্যাটে গেস্ট হাউস তৈরির পরিকল্পনা করেন অর্পিতা। আপত্তি জানায় আবাসন কর্তৃপক্ষ। সূত্রের খবর, ওই আবাসনে VIP-দের যাতায়াত ছিল। 

WB News Live: অর্পিতা বিপুল সম্পত্তির মালিক, চালচলনে টের পাওয়া যেত না, দাবি নেল আর্ট পার্লারের ম্যানেজারের

কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়। এর মধ্যে পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লার বন্ধ। বরানগরের বিটি রোডে নেল আর্টের পার্লারের ম্যানেজার জানিয়েছেন, প্রায়ই আসতেন অর্পিতা। প্রয়োজনীয় জিনিস তিনিই এনে দিতেন। অর্পিতা যে বিপুল সম্পত্তির মালিক তাঁর চালচলনে তা টের পাওয়া যেত না বলে নেল আর্ট পার্লারের ম্যানেজারের দাবি। 

WB News Live Updates: শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে একগুচ্ছ সিদ্ধান্ত নিল শ্রম দফতরের কমিটি

পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে একগুচ্ছ সিদ্ধান্ত নিল শ্রম দফতরের গঠিত কমিটি। জানিয়ে দেওয়া হল, হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। রাজ্যের শাসকদল সিদ্ধান্তকে স্বাগত জানালেও প্রশ্ন তুলেছে বিরোধীরা।  

WB News Live: SSC দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ, রাঘববোয়ালদের গ্রেফতারের দাবিতে বিজেপি-র বিক্ষোভ

SSC দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাঘববোয়ালদের গ্রেফতারের দাবিতে হুগলির চুঁচুড়া, চন্দননগর-সহ একাধিক জায়গা বিজেপির বিক্ষোভ। চুঁচুড়ায় বিক্ষোভকারীদের পুলিশের ধস্তাধস্তি। এই ঘটনায় ৬ বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। 

WB News Live Updates: চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিত দালালরা, সেই টাকা ধাপে ধাপে উপরমহলে পৌঁছত! ইডির কাছে দাবি অর্পিতার

‘এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা’, সরকারি কর্মচারি, আমলা হয়ে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে’, ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদে এমনই জানিয়েছেন অর্পিতা: সূত্র।

WB News Live: ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি’, বললেন পার্থ

‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি’, জোকা ইএসআই থেকে বেরোনোর সময় বললেন পার্থ।

WB News Live Updates: পার্থকে শুধুই চিনতেন, দাবি অর্পিতার

পার্থ চট্টোপাধ্যায়কে শুধুই চিনতেন, ইডি-কে জানালেন অর্পিতা মুখোপাধ্যায়।

WB News Live: ২১ কোটি ২০ লক্ষ নগদ, ৭৯ লক্ষের গহনা উদ্ধার অর্পিতার বাড়ি থেকে

অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২১ কোটি ২০ লক্ষ টাকা। উদ্ধার ৭৯ লক্ষ চাকার গহনা।

WB News Live Updates: গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দৃষ্টান্তমূলক শাস্তি চান চাকরিপ্রার্থীরা

SSC দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেয়ো রোডে গান্ধীমূর্তির সামনে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। SSC দুর্নীতি মামলায় এই চাকরিপ্রার্থীরাই হাইকোর্টে মামলা করেন।

WB News Live: জোকা ইএসআই হাসপাতালে ডাক্তারি পরীক্ষা, পার্থকে নিয়ে পৌঁছল ইডি

জোকা ইএসআই হাসপাতালে হবে ডাক্তারি পরীক্ষা। পার্থকে নিয়ে ইডি-র কনভয় পৌঁছল। সেখান থেকে নিয়ে যাওয়া হতে পারে আদালতে।

WB News Live Updates: কালীপুজোর আয়োজনকে কেন্দ্র করে বারাসাতে প্রকাশ্যে বিজেপির কোন্দল

কালীপুজোর আয়োজনকে কেন্দ্র করে বারাসাতে প্রকাশ্যে বিজেপির কোন্দল। তালাবন্ধ জেলা পার্টি অফিস। ২৮ জুলাই কালীপুজোর আয়োজন করে বিজেপি মহিলা মোর্চা। এনিয়ে আলোচনা করতে গতকাল বারাসাত সাংগঠনিক জেলা পার্টি অফিসে যান মহিলা মোর্চার কর্মীরা। পার্টি অফিস তালাবন্ধ দেখে তাঁরা ফিরে যান। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আগামীদিনে বিজেপির সব পার্টি অফিসেই তালা ঝুলবে, কটাক্ষ তৃণমূলের। আগে থেকে জানা ছিল না, তাই পার্টি অফিসে তালা, সাফাই জেলা বিজেপি নেতৃত্বের।  

WB News Live: অর্পিতার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না পার্থকে, ইডি-র গন্তব্য় নিয়ে ধন্দ

অর্পিতার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না পার্থকে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে, তা নিয়ে ধন্দ।

WB News Live Updates: অর্পিতার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে পার্থকে, খবর ইডি সূত্রে

আদালতে তোলার আগে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। মুখোমুখই বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।

WB News Live: অর্পিতার বাড়ি নিয়ে যাওয়া হতে পারে পার্থকে, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। নিয়ে যাওয়া হতে পারে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। মুখোমুখই বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পরেই সল্টলেকে ইডি-র দফতরে তৎপরতা

SSC দুর্নীতি তদন্তে শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পরেই সল্টলেকে ইডি-র দফতরে তত্পরতা। বাড়ানো হয়েছে নিরাপত্তা। পরিচয়পত্র ছাড়া কাউকেই সিজিও কমপ্লেক্সে ঢুকতে দেওয়া হচ্ছে না। সকাল থেকেই দফতরে আসতে শুরু করেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, সিজিও কমপ্লেক্সে বৈঠক করবেন ইডি-র আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কী কী তথ্যপ্রমাণ মিলেছে, তা নিয়েই মূলত বৈঠকে আলোচনা হবে।

WB News Live: ইডি-র কনভয় ট্যাংরা অভিমুখে, পার্থর ডাক্তারি পরীক্ষা করানো হতে পারে

ট্যাংরার দিকে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর মেডিক্যাল পরীক্ষা কারনো হতে পারে অথবা সরাসরি আদালতে তোলা হতে পারে বলে জল্পনা।

WB News Live Updates: ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। আজই তোলা হবে আদালতে। হেফাজতে নেওয়ার আর্জি জানাতে চলেছেন তদন্তকারীরা।

WB News Live: পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের প্রক্রিয়া শুরু, খবর ইডি সূত্রে

শুক্রবার সকাল থএকে জেরার পর ইডি-র হাতে আটক হলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে তদন্তকারীদের তরফে।

WB News Live Updates: এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়! ভিডিয়ো পোস্ট অমিত মালব্যর

এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ভিডিয়ো পোস্ট করে ট্যুইট অমিত মালব্যর। বিজেপির আইটি সেলের প্রধান লিখেছেন, খোলা মঞ্চে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সেই ঘনিষ্ঠের প্রশংসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁর বাড়ি থেকে ইডি বেশি নয়, সামান্য ২০ কোটি টাকা উদ্ধার করেছে।

WB News Live: মডেলিং, অভিনয় ছাড়া মেয়ে কী করেন জানা নেই, জানালেন অর্পিতার মা

বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় আবদুল লতিফ স্ট্রিটে বাড়ি অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁর মায়ের দাবি, মডেলিং করতেন মেয়ে।ওড়িশার বেশ কিছু সিনেমা অভিনয় করেন। প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। দিনদুয়েক আগেও বাড়িতে এসেছিলেন অর্পিতা। মায়ের দাবি, মেয়ে আর কী করেন, তা তাঁর জানা নেই। 

WB News Live Updates: তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা! তদন্তকারীদের নজরে তাঁর আয়ের উৎস

ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা। তদন্তকারীদের নজরে তাঁর আয়ের উত্স। ইডি সূত্রে খবর, অর্পিতা দাবি করেছেন তিনি অভিনয় করেন। প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয় নোট গোনার ৪টি যন্ত্র।

WB News Live: অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২১ কোটি নগদ, ৫০ লক্ষ টাকার সোনা

অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ২১ কোটি। উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার সোনা। জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না পার্থ-অর্পিতা, অভিযোগ ইডি আধিকারিকদের।

WB News Live Updates: অর্পিতা মুখোপাধ্যায়ের তিনটি সম্পত্তির হদিশ, লালবাতি লাগানো গাড়ির আনাগোনার খবর

SSC দুর্নীতি তদন্তে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের তিনটি সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। বেলঘরিয়া এলাকায় রয়েছে দু'টি ফ্ল্যাট এবং একটি বাড়ি। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার দু'টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-য়ে, অন্যটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। দু'টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। সূত্রের খবর, বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন অর্পিতার মা। 

WB News Live: এটা তো শুধুই ট্রেলার, পিকচার অভি বাকি হ্যায়, পার্থর বাড়িতে তল্লাশি নিয়ে শুভেন্দু

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ। পার্থ চট্টোপাধ্যায়কে ইডি’র জিজ্ঞাসাবাদের মধ্যেই শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, এটা তো শুধুই ট্রেলার, পিকচার অভি বাকি হ্যায়। পাল্টা, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

WB News Live Updates: ২৪ ঘণ্টার বেশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে চলছে ইডি-র তল্লাশি

প্রায় ২৪ ঘণ্টার বেশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে চলছে ইডি-র তল্লাশি। ডায়মন্ড সিটি সাউথের ওই ফ্ল্যাটে রাতভর চলেছে টাকা গোনা।নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। 

WB News Live: জনসমক্ষে এলেন উপেন বিশ্বাস বর্ণিত ‘রঞ্জন’ ওরফে বাগদার চন্দন মণ্ডল

অবশেষে জনসমক্ষে এলেন উপেন বিশ্বাস বর্ণিত ‘রঞ্জন’ ওরফে বাগদার চন্দন মণ্ডল।  গতকাল হাইকোর্টে বিচারপতির এজলাসে হাজির হয়ে তিনি জানান, সিবিআই তাঁকে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে।  আদালতে মুখবন্ধ খামে কিছু নথি জমা দেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস।

WB News Live Updates: স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে নগদ ২০ কোটি টাকা উদ্ধার

স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে, তল্লাশি চালাতে গিয়ে, নগদ ২০ কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে।

WB News Live: শুরুতে অর্পিতার ফ্ল্যাটকে তালিকাতেই রাখেননি ইডি অফিসাররা!

শুক্রবারের তল্লাশির পরিকল্পনার সময় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটকে তালিকাতেই রাখেননি ইডি অফিসাররা। কিন্তু, একটি কাগজ থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে, সেখানে গিয়েই মিলল ২০ কোটি টাকা এবং ২০টি মোবাইল ফোন। শুক্রবার কলকাতা ও জেলায় ED’র তল্লাশিতে, বিদেশি মুদ্রা, সোনা, গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে। 

প্রেক্ষাপট

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) তদন্তে ইডির (Enforcement Directorate) তল্লাশিতে উদ্ধার বান্ডিল বান্ডিল ২০০০ ও ৫০০ টাকার নোট। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার ২০ কোটি টাকা।


পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা। উদ্ধার ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা, নথি। মিলল সন্দেহজনক সংস্থার হদিশ।


ইডি তল্লাশিতে পার্থর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার বস্তা ভর্তি টাকা। কোথা থেকে এল এত টাকা ? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ইডির।


প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে ইডি। পার্থকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এলেন আরও ইডি আধিকারিক। হানা শিক্ষা প্রতিমন্ত্রী মেখলিগঞ্জের বাড়িতেও।


ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় ও পার্সোন্যাল সেক্রেটারি। পিংলায় পার্থর জামাইয়ের মামার বাড়িতে ও নিউ ব্যারাকপুরে পার্সোন্যাল সেক্রেটারির বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের।


ইডির টাকা উদ্ধারের সঙ্গে দলের সম্পর্ক নেই। তদন্তে যাদের নাম উঠে আসছে, জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের। সঠিক সময় বক্তব্য জানাবে তৃণমূল কংগ্রেস। প্রতিক্রিয়া কুণাল ঘোষের।


রক্ষীর বাড়িতে কোটি কোটি, ঘনিষ্ঠের বাড়িতে কত, আর মাথার বাড়িতে কত ? আক্রমণ দিলীপের। হিমশৈলের চূড়ামাত্র, কটাক্ষ সুজনের।


শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার কলকাতা সহ একযোগে ১৪ জায়গায় হানা ইডির। শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ তিন মন্ত্রী-বিধায়কের বাড়িতে তল্লাশি।


অবশেষে প্রকাশ্যে উপেন বর্ণিত রঞ্জন ওরফে চন্দন। বাগদার বাড়িতে ইডি হানা। টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ। তলবের পর হাইকোর্টে হাজিরা।


হাইকোর্টে হাজিরা বাগদার চন্দনের। এঁকে চেনেন, উপেন বিশ্বাসকে প্রশ্ন আদালতের। কোনওদিন দেখা হয়নি, তাই চিনি না, বিচারপতিকে জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। (চন্দনের বাইটঃ নো 


মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হানা ইডির।  এসএসসির প্রাক্তন উপদেষ্টা, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব সহ উপদেষ্টা কমিটির অন্য প্রাক্তন সদস্যদের বাড়িতেও তল্লাশি।


প্রতিহিংসায় নেতা-কর্মীর শারীরিক ও মানসিক ক্ষতি হলে দায়ী থাকবে সিবিআই-ইডি। হুঁশিয়ারি চন্দ্রিমার। আন্দোলনকারীদের শরীরের অবস্থার কথা মনে ছিল না, পাল্টা সুকান্ত।


 কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর কোথায় সম্পত্তি রয়েছে, সে বিষয়ে নেওয়া হচ্ছে খোঁজ।


 উপ রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক। এই সময়টা অহংবোধ নয়, একতা দেখানোর সময়। ট্যুইট বিরোধী প্রার্থী মার্গারেট আলভার।


রাজ্যে বাড়ছে করোনা আক্রান্ত হয় মৃত্যুর সংখ্যা। একদিনে মৃত ৭ জন, সংক্রমিত ২২৩৭ জন। দৈনিক পজিটিভিটি রেট ১৪ শতাংশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.