রঞ্জিত সাউ, কলকাতা: সল্টলেকের গেস্টহাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় মৃতের সঙ্গী তরুণী অনুশীলা চৌধুরী, তাঁর দাদা নির্ঝর চৌধুরী ও আরেক বয়ফ্রেন্ড অরিজিত্‍ পাত্রের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বিধাননগর দক্ষিণ থানায় মৃত রনি দত্তর দাদার অভিযোগের ভিত্তিতে রুজু হয়েছে মামলা। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, নষ্ট হয়ে যাওয়া খাবারের প্যাকেট।


পুলিশ সূত্রে দাবি, ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন রনি ও অনুশীলা। রনির মৃত্যুর আগে ওই গেস্ট হাউসে আসেন তরুণীর আরেক বয়ফ্রেন্ড অরিজিত্‍। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা ঘটেছে। ধস্তাধস্তির জেরে হাত ভেঙে যায় তরুণীর। খাটের ওপর থেকে গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার হয় রনি দত্তর দেহ। ইতিমধ্যে অনুশীলার বয়ান রেকর্ড করেছে পুলিশ। গতকাল রাতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অরিজিত্‍ কেও। 


সম্প্রতি সল্টলেকের (Salt Lake) গেস্টহাউসে যুবকের রহস্য মৃত্যু (Death Mystery)-র ঘটনা প্রকাশ্যে আসে। 'বিবস্ত্র' প্রেমিকার পাশে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় যুবকের নিথর দেহ উদ্ধার ঘিরে উঠেছে প্রশ্ন ওঠে। পুলিশ সূত্রে খবর, ২মাস ধরে ভুয়ো নামে একই গেস্ট হাউসে থাকছিল ওই যুগল। প্রশ্নের মুখে পুলিশের নিরাপত্তা। 


 ভিতরে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় যুবকের নিথর দেহ উদ্ধার, ঠিক কী হয়েছিল ?


পুলিশ সূত্রে খবর, বিধাননগর দক্ষিণ থানা অন্তর্গত একটি গেস্ট হাউস থেকে পুলিশের কাছে রাতে ফোন আসে যে তাদের একটি ঘরের মধ্যে থেকে চিৎকার হচ্ছে। এর ফলে অন্য গেস্টদের সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। গেস্ট হাউজে 'প্রচণ্ড চিৎকার'-র অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ গিয়ে দরজায় ধাক্কা দিতেই ভিতর থেকে দরজা খুলে দেন যুবতী। সে সময়ে সে  'বিবস্ত্র' অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ ঘরে প্রবেশ করে দেখে ওই যুবকের গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থা নিথর পড়ে রয়েছে। তড়িঘড়ি যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে পুলিশ সূত্রে খবর, ওই যুবতীর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। 


আরও পড়ুন, 'সিএএ চালু হবে, ওঁর চোখের সামনেই হবে', 'চ্যালেঞ্জ' দিলীপের 


২মাস ধরে ভুয়ো নামে একই গেস্ট হাউসে থাকছিল প্রেমিক যুগল


পুলিশ সূত্রে খবর, দুই মাস আগে ওই গেস্ট হাউসে এই রুমটি বুক করা হয়েছিল নির্ঝর চৌধুরী নামে। সেই সময় থেকেই এই রুমে পুরুলিয়ার বাসিন্দা রনি দত্ত এবং তাঁর প্রেমিকা অনুশীলা চৌধুরী থাকতেন। ঘটনার আগের দিন রাতে এই যুগলের মধ্যে বচসা হয় এবং মারধরের ঘটনা ঘটে বলেও পুলিশ সূত্রে খবর। ওই যুবতীর দেহে এবং যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবকের দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারণে এই যুবকের মৃত্যু? তার তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে অন্যের নামে কী করে, এই যুগল এই গেস্ট হাউস রুম বুক করল, সেই বিষয় নিয়েই ফের একবার প্রশ্নের সন্মুখীন বিধাননগর পুলিশ।