কলকাতা: ফের মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। গিরীশ পার্ক মেট্রো (Girish Park Metro) স্টেশনে নিউ গড়িয়াগামী ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যদিও তাঁর কোনও পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন তাও জানার চেষ্টা চলছে। পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে খবর।  ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো পরিষবা ব্যাহত হওয়ার জের পড়ে রাস্তাতেও। বাস-ট্রামে যে সময় দেখা যায় বাদুড়ঝোলা ভিড়। যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।


আগেও একাধিক আত্মহত্যা: এর আগেও একাধিকবার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে। বহু ব্যবস্থা নিয়েও এড়ানো যাচ্ছে না এই ঘটনা। যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলছে কর্তৃপক্ষ এবং যাত্রী দু-পক্ষকেই।কয়েক মাস আগেও মেট্রো (Kolkata Metro) লাইনে ঝাঁপ দিয়েছিলেন এক যাত্রী। কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro Station) ঘটনাটি ঘটেছিল। যার জেরে সে বারেও অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। কালীঘাট স্টেশনে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ব্যহত হয়েছিল পরিষেবা। সেই সময়ে মাঝে শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছিল।


মেট্রো (Metro) সূত্রে খবর, এ দিন সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁর বয়স ছিল আনুমানিক পঞ্চাশের ওপরে। মাঝে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হলেও বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়। এমন ঘটনায় বারবারই বিপাকে পড়েন যাত্রীরা। দেখা গিয়েছে অফিস টাইমের ব্যস্ত সময়েই বারবার এই ঘটনা ঘটেছে।  


মেট্রো স্টেশনে আরও বিপত্তি: কিছুদিন আগেই ধোঁয়ায় ঢেকে যায় রবীন্দ্র সদন মেট্রোর দোতলা ও তিনতলা। এদিন সাড়ে ৭ নাগাদ নজরে আসে ধোঁয়া। দোতলায় রিজার্ভেশন অফিস ছিল। তিনতলাতেও অফিস ছিল। প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। যদিও এদিন মেট্রো চলাচলে কোনও প্রভাব পড়েনি। আতঙ্ক ছড়িয়ে পড়ে।  যদিও এদিন আগুনের উৎসস্থল খুঁজে বের করা যায়নি। দোতলায় আগুনের উৎস নিয়ন্ত্রণ করতে পৌঁছয় আরপিএফ। তার কিছুক্ষণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।


আরও পড়ুন: Kolkata Metro: গড়াবে হাওড়া ময়দান-ধর্মতলা মেট্রোর চাকা! একাধিক রুটে নতুন রেক চালুর ভাবনা