রঞ্জিত সাউ, সমীরণ পাল, শিবাশিস মৌলিক, কলকাতা: নিয়োগ থেকে রেশন দুর্নীতি, নাম জড়িয়েছে রাজ্যের একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রীর। সেই আবহে এবার বিস্ফোরক অভিযোগ করলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। পুর নিয়োগ দুর্নীতিতে তাঁর আপ্ত সহায়ক নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সুজিতের অভিযোগ, তাঁর নাম লিখে দিলে নিতাইকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে ED. বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। (Municipal Recruitment)


পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED. তাতেই আপ্ত সহায়ককে সুজিতের নাম লিখে দিতে বলা হয়েছে বলে অভিযোগ। সুজিতের বক্তব্য, "আমার আপ্ত সহায়ক নিতাই দত্ত। সবাই জানেন। তাঁর বাড়িতে ED-কে পাঠিয়ে দেওয়া হল। ১২ ঘণ্টা ধরে জেরা কর হল তাঁকে। ওই ১২ ঘণ্টায় কিছুই পেল না তাঁর বাড়ি থেকে। শুধু বলতে হবে একটাই নাম। বলা হয়, 'সুজিত বসুর নামটা তুমি লিখে দাও। তোমাকে তাহলে ছেড়ে দেব'।"


পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের মধ্য়েই রেশন বণ্টনে দুর্নীতিকাণ্ডের তদন্তে তৎপর হয়েছে ED. গভীর রাতে গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই আবহেই এবার তাঁর আপ্ত সহায়কের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে বিস্ফোরক দাবি করলেন দমকলমন্ত্রী সুজিত। তাঁর বক্তব্য, "সুজিত বসুর এত খারাপ অবস্থা হয়নি যে টাকার বিনিময়ে লোককে চাকরি গিয়েছে। এটা কোনও দিন কেউ বলতে পারবেন না। জীবনে এই কাজ কোনও দিব করিনি আমি। আজ ওকে বলছে, তুমি বলে দাও। ওকে বলতে হবে না। যাঁরা চাকরি পেয়েছেন, কীভাবে পেয়েছেন, চাকরির পরীক্ষা দিয়ে পেয়েছেন কিনা, ইন্টারভিউ দিয়ে পেয়েছেন কিনা, সেটা তাঁদেরকেই জিজ্ঞাসা করুন, তাঁরাই উত্তর দেবেন। সুজিত বসুর এসব লাগে না।"


আরও পড়ুন: Jyotipriyo Mallick Arrested: প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী, বললেন..


পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে ১৪টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যার মধ্য়ে ছিল দক্ষিণ দমদম পুরসভার পাশাপাশি, ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ঠিকানাও। সেদিন তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহার বাড়িতেও ১৩ ঘণ্টা ধরে চলে তল্লাশি। শুক্রবারও পুর নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল সাহাকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ED. 


তদন্তের স্বার্থে ইডি ডাকলে ফের যাবেন বলে জানিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্য়ান গোপাল।  তাঁর কথায়, "তদন্তের স্বার্থে ডাকলে যেতেই হবে। যত বার ডাকবে, তত বারই যাব। বার বার ডাকার ফলে যেতে হচ্ছে। আর তার ফলে পুরসভার কাজকর্মে ব্যাঘাত ঘটছে। যা প্রশ্ন করেছেন, উত্তর দিয়ে এসেছি। আগামী দিনে ডাকলেও, উত্তর দেব।"


এর আগে, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাঁর উপর চাপসৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি কুন্তল ঘোষ। তাঁর লেখা চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। এবার কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে আপ্ত সহায়ককে তাঁর নাম বলার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুললেন সুজিত।