করুণাময় সিংহ, মালদা: মালদায় (Malda) দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি (BJP) বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। দুর্ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র, দাবি বিজেপি বিধায়কের। এক তৃণমূল কর্মীর নামে মিল্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। শাসকদলের ওই কর্মী-সহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত পৌনে ১১টা নাগাদ দলীয় কর্মীর বাড়িতে বিজয়া সেরে ফেরার পথে, মিল্কির খাসখল এলাকায় ইংরেজবাজারের বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মোটরবাইক। বাইকে ছিলেন চার যুবক। বিধায়কের গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। হাতে চোট পান শ্রীরূপা মিত্র চৌধুরী। বিজেপি বিধায়কের দাবি, ইচ্ছাকৃতভাবেই তাঁর বাইকে ধাক্কা মারেন চার যুবক। নিছকই দুর্ঘটনা, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, পাল্টা দাবি তৃণমূলের।
মালদায় দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়কের গাড়ি। পিছন থেকে একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারলে ভেঙে যায় গাড়ির কাচ। জানা গিয়েছে, হাতে গুরুতর চোট পান বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতার ভাই-সহ ২ জনকে আটক করেছে পুলিশ।
ভেঙে গুঁড়িয়ে গেল বিধায়কের গাড়ির পিছনদিকের কাচ! তুবড়ে গিয়েছে গাড়ির কিছুটা অংশ! বিজেপি বিধায়কের চোখেমুখে তখন তীব্র উদ্বেগের ছাপ স্পষ্ট! জানা গিয়েছে দলীয় কর্মীর বাড়িতে বিজয়া সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি।
শুক্রবার রাত পৌনে ১১টা নাগাদ মিল্কির খাসখল এলাকায় ইংরেজবাজারের বিধায়কের গাড়িতে ধাক্কা মারে একটি মোটরবাইক। ধাক্কার চোটে ভেঙে যায় বিধায়কের গাড়ির পিছনের কাচ, হাতে চোট পান বিজেপি বিধায়ক। ঘটনার পর মিল্কি ফাঁড়িতে ৪ বাইক আরোহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শ্রীরূপা মিত্র চৌধুরী। স্থানীয় এক তৃণমূল নেতার ভাই-সহ ২ জনকে পুলিশ আটক করলেও বাকি ২ জন পলাতক। ইংরেজবাজারের বিজেপি বিধায়কের গাড়িতে বাইকের ধাক্কা, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি বিধায়কের
মালদা, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করছেন, ইচ্ছাকৃতভাবেই আমার গাড়ির পিছনে বাইকটি ধাক্কা মারে, ওই বাইকে চারজন ছিল, যার মধ্যে একজন জেলা পরিষদ সদস্য ও স্থানীয় তৃণমূল নেতা জুয়েল সিদ্দিকির ভাই। দুর্ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে।
আরও পড়ুন: South 24 Parganas News: লক্ষ্মী পুজোর দিনেই অঘটন, পুকুরে স্নানে নেমে মৃত্যু ২ নাবালিকার