কলকাতা: একুশোর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) বার্তা দিয়েছেন আগামী ৫ আগস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করতে। এবার সেই ইস্যুতে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করে সুকান্ত বলেন, ''এটা কেমন রাজনীতি। এটা কেমন গণতন্ত্র। মমতা বন্দ্যােপাধ্যায় ও তাঁর দল বাংলার গণতন্ত্র পুরো শেষ করে দিয়েছে। চুরিতে একের পর এক রেকর্ড। আজ সেই দল বলছে কি না যে বিজেপির ব্লক পর্যায়ের কর্মকর্তাদের বাড়ি ঘেরাও করতে হবে। আর তাঁদের ৮ ঘণ্টা বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না, বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। পুরো ভারতে আমাদের বিপক্ষ দলের সামনে আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই এটা কেমন রাজনীতি।''


মণিপুরের ইস্যু নিয়েও মুখ খোলেন সুকান্ত। তিনি বলেন, ''মণিপুরের ঘটনা সত্যিই ভীষণ দুঃখের। কিন্তু বাংলার হালও ভাল নয়। এখানে শুধু নারী নির্যাতনের ভিডিও নেই। মমতা বন্দ্যোপধ্যায়ের দল ও তাঁর পুলিশ এখানকার নারী নির্যাতনের ভিডিও করতে দেয় না। বাংলাতেও বিজেপি মহিলা কর্মীকে নগ্ন করে হেনস্থা করা হয়েছে।''


 কংগ্রেসকেও খোঁচা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ''এই হিংসার জন্য কংগ্রেসও দায়ী। মমতা বন্দ্যোপাধ্যাকে এই হিংসায় সাপোর্ট করার জন্য দায়ী।''


অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ৫ অগাস্ট, শনিবার বিজেপির ( BJP ) ব্লক, বুথ, রাজ্যে সব নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। সেদিন শান্তিপূর্ণভাবে সব জায়গায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু সেই কর্মসূচিতে বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, ' ৫ অগাস্ট বুথ ওয়াইজ না করে ব্লক ওয়াইজ করো। ১০০ মিটার দূরে যেমন ক্য়াম্প হয়, যাতে কেউ বলতে পারবে না, আমাদের অবরুদ্ধ করা হয়েছে' । অর্থাৎ ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে প্রতীকী ঘেরাও করা হবে।  

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,  বিজেপির ব্লক, বুথ, রাজ্য,, যেকটা নেতা সবার তালিকা তৈরি করতে।  ৫ অগাস্ট শান্তিপূর্ণভাবে এ সকাল ১০- সন্ধে ৬টা পর্যন্ত, ৮ ঘণ্টা ঘেরাও করার ডাক দেন তিনি। সেই সঙ্গে বলেন,  বয়স্কদের রাস্তা ছেড়ে দেবেন। বিজেপি নেতারা বাড়িতে ঢুকবেও না বেরোবেও না।  কোথাও কারও গায়ে হাত নয়। প্ররোচনায় পা নয়।  ৩৪১ টা ব্লক। ১২৭টা মিউনিসিপালিটির ওয়ার্ড, টাউন গণঘেরাও কর্মসূচির ডাক দেন অভিষেক । এরা যার পা ধরে রাজনীতি করে, দিল্লিতে তার দফতরও ঘেরাও হবে।