কলকাতা: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। আর এই ঘটনায় লাগাতার ডিভিসি-কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে না জানিয়ে ডিভিসির বিরুদ্ধে অনিয়ন্ত্রিত ভাবে জল ছাড়ার অভিযোগ করেছেন তিনি। সেই প্রসঙ্গ তুলে নবান্নেরই সতর্কবার্তা প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করলেন সুকান্ত মজুমদার।


X হ্যান্ডেলে একটি মেমোর ছবি পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।  সেখানে দেখা যাচ্ছে, ডিভিসি-র জল ছাড়া নিয়ে আগেই ৮ জেলাকে সতর্ক করেছিল নবান্ন। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির আগাম খবর ছিল নবান্নর কাছে। গত ১৭ সেপ্টেম্বর দুর্যোগ মোকাবিলা দফতরের মেমোতে আট জেলাকে সতর্ক করা হয়। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার জেলাশাসকদের মেমো পাঠানো হয়। মাইথন ও পাঞ্চেত জলাধারে দ্রুত জলস্তর বাড়ছে, জানিয়েছে DVRRC ও CWC। ১৭ সেপ্টেম্বর থেকে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়বে DVRRC, বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা নিতে হবে। প্লাবিত হতে পারে এমন এলাকার মানুষকে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরাতে হবে। এমনই নির্দেশ রয়েছে তাতে। X হ্যান্ডেলে সুকান্ত মজুমদারের পোস্টে নবান্নের তরফে জেলাশাসকদের পাঠানো মেমোর কথা লেখা রয়েছে। 


সুকান্ত মজুমদারের তোপ, 'মা মাটি মিথ্যা, তার নাম মমতা। কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধ করুন। আপনাকে আর কেউ বিশ্বাস করে না, আর করবেও না।' মেমো পোস্ট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির।


 





ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজ সকালে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। নাগাড়ে বৃষ্টি হচ্ছে। সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। আজ ও কাল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। অন্যদিকে, পুজোর মুখে টানা দুর্যোগে চিন্তায় পড়েছে পুজো কমিটিগুলি। পুজো প্রস্তুতিতে বাধার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বক্রী হচ্ছে বৃহস্পতি! তুমুল আলোড়ন এই কয়েকটি রাশির জীবনে