কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযান। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, পিংলায় তাঁর এক আত্মীয়র বাড়ি সহ নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে অভিযান চালায় ইডি। ৯ ঘণ্টার বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-জিজ্ঞাসাবাদ জারি। তার মাঝেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান ৩ চিকিৎসক। আর যা নিয়ে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীকে 'ভিলেন' তকমা দিয়ে খোঁচা দিলেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদারের খোঁচা
রাজ্য বিজেপির সভাপতির খোঁচা, 'হিন্দি সিনেমা বা অন্যান্য সিনেমায় আমরা দেখতাম ভিলেনের বাড়ি ইডি-সিবিআই যখন যায় বা পুলিশ যায়, তখন তাঁরা অসুস্থ হয়ে যায়।' প্রখ্যাত হিন্দি চলচ্চিত্র 'নায়ক'-এর প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদারের সংযোজন, 'একজন সাংবাদিকের মুখ্যমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে তৈরি সিনেমাতেও আমরা তেমন দৃশ্য দেখেছি। তাই যেটা দেখছি সেটা বাস্তব না সিনেমা সেটা আগামী দিনে বোঝা যাবে।'
পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে সুকান্ত মজুমদার বলেন, 'এই সরকারের উপর থেকে নিচ, কেউ বাকি নেই যাঁর গায়ে চোরের তকমা লাগেনি। নিজেদের নামে না রেখে আত্মীয়-স্বজনের নামে যাবতীয় অর্থ গচ্ছিত করে রাখেন এইসব নেতারা।'
ইডি-র রাজ্যজুড়ে তল্লাশি
প্রসঙ্গত, তৃণমূলের ২১’শে জুলাইয়ের মেগা সমাবেশের পরের দিনই একযোগে কলকাতা থেকে জেলার ১৪ জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্দেশ্যে একই, স্কুলে নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছনোর পাশাপাশি টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া।
ED সূত্রে খবর, অভিযানের জন্য শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ CGO কমপ্লেক্স থেকে বের হন অফিসাররা। সকালে একযোগে ১৩টি ঠিকানায় কড়া নাড়া হয়। ED’র ১০ থেকে ১২ জনের একটি দল পৌঁছয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে। সঙ্গে ছিল CRPF। ED’র তল্লাশি চলার মধ্যেই, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আসেন তাঁর আইনজীবী। সূত্রের খবর, এদিন ED’র আধিকারিকরা মন্ত্রীর বয়ান রেকর্ড করার পাশাপাশি, বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখেন।