কলকাতা: মায়ের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে পুরনো ছবি শেয়ার করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অভিনেত্রীর লেখা বলছে, এই ছবি ১০ বছরেরও বেশি সময় আগের। মা আজ নেই, সেই ছবি শেয়ার করেই স্মৃতিমেদুর হলেন স্বস্তিকা। 


আজ মায়ের সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা। সেখানে লিখেছেন, 'ফোনে অন্য একটা কি খুঁজতে গিয়ে এই ছবি টা খুঁজে পেলাম। ২০১১/১২ হবে বোধহয়, মন খারাপ থাকলে মায়েরা ওপার থেকে হলেও সেটা ভাল করার দায়িত্ব নিয়েই নেয়। কিসের যে এত তাড়া ছিল মা গো...'



মায়ের কথা হামেশাই উঠে আসে স্বস্তিকার সোশ্যাল মিডিয়ার পাতায়। সদ্য মুক্তি পেয়েছে স্বস্তিকার নতুন ছবি 'শ্রীমতী'। সেই ছবির প্রচারের সময় এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছিলেন, 'আমাদের বড় হয়ে ওঠা, আমার পরিবেশ সবকিছুরই প্রভাব পড়ে অভিনয়ের ওপর। যেখান থেকে যা রসদ পাই, সেগুলোকেই আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলি পর্দায়। বাবা হয়তো আমায় অভিনয়ের টেকনিক্যাল জিনিসগুলো বুঝিয়েছেন। কিন্তু আমি তো নারীচরিত্রই করব। আর সেই রসদটুকু আমি তো মা,মাসি, পিসি এঁদের থেকেই নেব। মনে আছে, অনেক সময় মা মজা করে বলতেন, কৃতজ্ঞতা স্বীকারে আমার নামটা দিয়ে দিস টাইটেল কার্ডে। সব কৃতিত্ব তো বাবা নিয়ে যাবে, আমার কথা কেউ জানবেও না। আমার মা আমার জন্য সবসময় অনুপ্রেরণা, অভিনয়ের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রেও।'


'শ্রীমতী'-র ট্রেলার বলেছে, 'সাধারণ ছাপোষাভাবে সংসার করাটাও এক্সট্রাঅর্ডিনারি'। স্বস্তিকারও কি একমত? উত্তরে স্বস্তিকা বলেছিলেন, 'অবশ্যই। আমার মা যদি সংসারটা না সামলাতেন, আমি এত খোলা মনে অভিনয় করতে পারতাম না। আমি ২১ বছর ধরে কাজ করছি, আমার মেয়ের ২২ বছর বয়স। এখন সে বড় হয়ে গিয়েছে। কিন্তু তার বেড়ে ওঠার সময় মা-ই ওর দেখাশোনা করেছে।'