অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : আগামী বছর পঞ্চায়েত ভোটের (Panchayet Poll ) আগে বঙ্গ রাজনীতির অন্যতম বড় ইস্যু স্কুল সার্ভিস কমিশনে (SSC Recruitment Scam )নিয়োগ-দুর্নীতি। তা নিয়েই সরগরম রাজ্য-রাজনীতি। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে, এসএসসিতে দুর্নীতি ঠেকাতে প্রয়োজনে অনলাইন পরীক্ষা চালু করা হবে। দলের মহিলা মোর্চার বৈঠকে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি।  একই সঙ্গে ভোট লুঠ রুখতে বুথে বুথে দুর্গাবাহিনীকে সক্রিয় হওয়ার ডাক দেন সুকান্ত মজুমদার।
' নেতা ধরতে হবে না ' 
মহিলা মোর্চার বৈঠকে পশ্চিমবঙ্গ বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) বলেন,  SSC দিয়ে চাকরি পেতে কোনও নেতা ধরতে হবে না। পরীক্ষা পদ্ধতিও স্বচ্ছ হবে, প্রতিশ্রুতি দিলেন সুকান্ত। আগামী পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে তিনি বললেন, আমরা আসার পরে  স্কুল সার্ভিস কমিশনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। তার জন্য যা যা করার করব। প্রয়োজনে যদি অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হয়, তাই করা হবে।  যাতে কোনও দুর্নীতি না হয়, সেদিকে নজর রাখব। ' সুকান্তর দাবি, তাঁরা ক্ষমতায় এলে, ' মেজ নেতা, ছোট নেতা, কাউকে ধরতে হবে না, একটা টাকাও দিতে হবে না'

আরও পড়ুন :


 ' ট্রেনি সভাপতি সুকান্ত ' ... ' ফেসবুক উঠে গেলে বিজেপি উঠে যাবে' ফের বিঁধলেন কুণাল


সেলিমের খোঁচা  
যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বাম ও তৃণমূল। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের খোঁচা, ' বিজেপি যেখানে ক্ষমতায় আছে করছেন? যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে আরও বড় দুর্নীতি করছে। আর কেন্দ্রের সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ। তাতে আবার কীসের অন লাইন? ' 
দুর্গাবাহিনীকে ডাক
আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে ভোট লুঠ রুখতেও মহিলা কর্মীদের কোমর বেঁধে এগিয়ে আসার বার্তা দিলেন সুকান্ত । ভোট লুঠ রুখতে বুথে বুথে দুর্গাবাহিনী গড়ে, প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি। বললেন,  ' আমাদের বিভিন্ন বুথে মহিলাদের নিয়ে দুর্গাবাহিনী গড়তে হবে। তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মেয়েদের অধিকারের জন্য লড়বে। ... বুথে ৫ জন করে দুর্গা বাহিনী গড়ুন। ভোট লুট করতে এলেই ফাটা বাঁশ নিয়ে তেড়ে যাবেন ' 
পঞ্চায়েত ভোটের আগে লোট লুঠের অভিযোগ তো বটেই , এখন হাতিয়ার হয়ে উঠল এসএসসি দুর্নীতি।