কলকাতা : প্রণব মুখোপাধ্যায়ের পর সুকান্ত মজুমদার। আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধি আরও এক বাঙালি । ব্রাজিলে G20 দেশের শিক্ষামন্ত্রীদের সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসাবে যোগ দেবেন সুকান্ত মজুমদার। আগামী ৩০ অক্টোবর ব্রাজিলে সম্মেলনে যোগ দিতে চলেছেন ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী।


এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "জি-২০-তে যে সদস্য দেশগুলি আছে, তাদের সমস্ত শিক্ষামন্ত্রীর একটি বৈঠক হবে। একাধিক সেশন আছে তাতে। এটা বিরাট বড় একটা সুযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেজন্য ধন্যবাদ জানাই। তাঁর আমলে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে সমাজে বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য , শিক্ষাকে আরও প্রাসঙ্গিক ও সর্বাঙ্গীন করার জন্য ...যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলিকে বিশ্বের সামনে রাখা। অ্যাডাল্ট এডুকেশনের জন্য কী করেছি, কমিউনিটি ও এডুকেশনকে কীভাবে হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য... বিভিন্ন ধরনের যে উদ্যোগ বা ডিজিটালাইজেশন অফ এডুকেশন...। সমাজের বিভিন্ন স্তর, যেমন বয়স্করা...তাঁদের জন্য শিক্ষার ব্যবস্থা করা। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও গণিতে এনরোলমেন্ট বাড়ানোর জন্য যে সমস্য় প্রকল্প...এই সমস্ত বিষয় গোটা বিশ্বের সামনে তুলে ধরা এবং সেই সমস্ত দেশ কী করছে...তাও জানা। এর সঙ্গে সঙ্গে চারটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং সৌদি আরব...এই চারটি দেশের সঙ্গে আলোচনা আছে। সেখানে ভারত কী কী কাজ করছে, তারা কী কী কাজ করছে...বিশেষ করে আমরা তাদের আহ্বান জানাব। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো চাইলে ভারতে ক্য়াম্পাস খুলতে পারে। ইউজিসির নিয়ম মেনে। এই বিষয়গুলি তাদের কাছে বলব। যাতে আগামীদিনে ভারত গোটা পৃথিবীর 'এডুকেশন হাব' হয়ে উঠতে পারে।"


তাঁর সংযোজন, "শিক্ষা যৌথ তালিকায় পড়ে। কেন্দ্রীয় সরকারের তরফে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে, সেগুলি বলব। পশ্চিমবঙ্গের মতো দু'-একটি রাজ্য আছে...বাদ বাকি সব রাজ্য কেন্দ্রের সঙ্গে শিক্ষা বা এই ধরনের যেগুলো যৌথ তালিকায় যে বিষয়গুলি আছে তাতে তাল মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই চলছে। যেমন-আউটরিচ প্রোগ্রামে আইআইটি মাদ্রাজ অন্যতম উদ্যোগ নিয়েছে। উত্তরপ্রদেশে ভাল কাজ করছে। আবার তামিলনাড়ুতে আমাদের সরকার নেই...অন্য পার্টির সরকার আছে। সেখানে তারা ভাল কাজ করছে।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।