প্রকাশ সিনহা, কলকাতা: ইডি-র জেরায় কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত কন্যা সুকন্যা, খবর সূত্রের। সূত্রের খবর, আমি কিছু করিনি বলে কান্না সুকন্যার। ব্যবসা সংক্রান্ত কোনও তথ্য দিতে পারব না বলেও মন্তব্য করেছেন সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, বান্ধবীর সঙ্গে কথা বলতে চাই, জেরায় আবেদন সুন্যার। তিহাড়ে বন্দি বাবার সঙ্গেও কথা বলতে চাই, দাবি সুকন্যার, খবর সূত্রের। 

চলতি সপ্তাহে  ED-র হাতে এবার গ্রেফতার হন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। গরু পাচার মামলায়, দিল্লিতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়।অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর, ২ বার, ED-র হাজিরা এড়ান অনুব্রত কন্য়া সুকন্য়া মণ্ডল। ED-সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে তথ্য এড়িয়ে যাচ্ছিলেন সুকন্যা।  তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তিনি। এর জন্যই তাঁকে গ্রেফতার করা হয়।

কৌশলে টাকা জমা: বৃহস্পতিবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট। এদিন আদালতে তোলার সময় সংবাদমাধ্য়মের প্রশ্নের মুখে নীরব ছিলেন অনুব্রত কন্যা। সূত্রের খবর, তাঁর অ্য়াকাউন্টে জমা পড়েছে ৪৯ হাজার ৯৯০ টাকা। অর্থাৎ ৫০ হাজারের থেকে ১০ টাকা কম। ED সূত্রে দাবি, এব্য়াপারে সুকন্য়াকে প্রশ্ন করা হলেও সদুত্তর মেলেনি। সুকন্য়ার দাবি, যাঁরা রেখেছেন, তাঁরাই বলতে পারবেন। ED সূত্রে দাবি, বিভিন্ন সময় বাড়ির পরিচারক, রাঁধুনি অথবা গাড়ি চালক ব্য়াঙ্কে গিয়ে এই টাকাগুলি ডিপোজিট করে আসতেন। তাঁরা জানিয়েছেন, যেমনটা তাঁদের রাখতে বলা হত, তাঁরা তেমনটাই করতেন।

ED সূত্রে দাবি, এ ব্য়াপারে ব্য়াঙ্ক কর্মীরা জানিয়েছেন, অনুব্রতর এতটাই প্রভাব যে, কিছু জিজ্ঞাসা করার সাহস পেতেন না ব্য়াঙ্ক কর্মীরাও। তবে কি প্য়ান কার্ড যাতে না দেখাতে হয়, সে সবের জন্য়ই এই কৌশল? নিয়ম মতো, ৫০ হাজারের বেশি নগদ জমা দিতে গেলেই দিতে হয় প্য়ানের তথ্য়। তাই কি ৫০ হাজারের থেকে ১০ টাকা কম দিয়ে সুকৌশলে নিয়ম এড়ানোর চেষ্টা করা হত? কিন্তু, প্রায় ১ লক্ষ টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই ট্রেন্ড। অর্থাৎ, ১০ টাকা কম। জমা দেওয়া হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। তবে, কি ৪৯ হাজার ৯৯০ টাকা বারবার জমা পড়ায়, যাতে সন্দেহ না হয়, তাই মাঝে মাঝে ১ লাখের ক্ষেত্রেও এরকম অসমপূর্ণভাবে টাকা জমা দেওয়া হত? এই লেনদেনের নেপথ্য়ে ঠিক কী কারণ? উত্তর খুঁজছেন ED-র আধিকারিকরা।

আরও পড়ুন: Stretch Marks: কেন দেখা দেয় স্ট্রেচ মার্ক? কীভাবে দূর করবেন এই দাগ?