Stretch Marks: আমাদের শরীরে নানা কারণে স্ট্রেচ মার্ক (Stretch Marks) দেখা দিতে পারে। বিশেষ করে দৈহিক ওজনের তারতম্য ঘটলে, কোনও অস্ত্রোপচার হলে স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে। সহজে এইসব স্ট্রেচ মার্ক হাল্কা হতে চায় না। তবে প্রতিদিনের জীবনে সহজ কিছু নিয়ম মেনে চলতে পারলে স্ট্রেচ মার্ক সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হতে থাকে। এক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে কী কী করণীয় একনজরে দেখে নিন।


স্ট্রেচ মার্ক দূর করার ঘরোয়া পদ্ধতি



  • অলিভ অয়েল- ত্বকের পরিচর্যায় এমনিতেও বেশ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ উপকরণ হল এই অলিভ অয়েল। শীতের মরসুমে অনেকেই বডি ম্যাসাজের জন্য অলিভ অয়েলই বেছে নেন। অলিভ অয়েলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এছাড়াও রয়েছে ত্বকে পুষ্টি জোগানোর মতো বেশ কিছু উপাদান। তার ফলে অলিভ অয়েল স্ট্রেচ মার্ক হাল্কা করতে বা তুলতে সাহায্য করে।

  • টি ট্রি অয়েল- ত্বকের বিভিন্ন র‍্যাশ, দাগছোপ, ইনফেকশন, জ্বালাভাব নিমেষে দূর করে এই টি ট্রি অয়েল। এই উপাদানের মতো ভাল এসেনসিয়াল অয়েল আর দুটো নেই। টি ট্রি অয়েলে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং ক্ষত, দাগছোপ দূর করার উপকরণ রয়েছে যা স্ট্রেচ মার্ক ফিকে করতে সহায়তা করে।

  • অ্যালোভেরা জেল- ত্বকের যত্নে বিভিন্ন ভাবে কাজে লাগে অ্যালোভেরা জেল। মূলত ত্বকের জেল্লা বাড়াতে কাজে লাগে এই অ্যালোভেরা। অ্যালোভেরার মধ্যে থাকা বিভিন্ন উপকরণ স্ট্রেচ মার্ক দূর করতেও সাহায্য করে। স্কিন টিস্যু রেজুভিনেশন বা রিজেনারেট করতে সাহায্য করে অ্যালোভেরা জেল।

  • ভিটামিন সি- ভিটামিন সি ত্বকের স্ট্রেচ মার্ক দূর করতে সাহায্য করে। লেবু জাতীয় যেকোনও ফলে থাকে ভিটামিন সি। এর মাধ্যমে দূর করা যায় স্ট্রেচ মার্ক। ভিটামিন সি ত্বকে collagen বুস্ট করতে সাহায্য করে। এর মাধ্যমে ত্বকের গঠন সুদৃঢ় হয় এবং দূর হয় স্ট্রেচ মার্ক।


স্ট্রেচ মার্ক হল এমন এক ধরনের দাগ যা ত্বক দ্রুত প্রসারিত বা সঙ্কুচিত হলে দেখা যায়। ত্বকের এই আকস্মিক পরিবর্তনের ফলে কোলাজেন এবং ইলাস্টিন, ত্বকে থাকা এই দুই গুরুত্বপূর্ণ উপাদানেও মারাত্মক পরিবর্তন লক্ষ্য করা যায়। এর জেরেই লক্ষ্য করা যায়। তবে সকলের ত্বকে বলা ভাল সব ধরনের ত্বকে এই স্ট্রেচ মার্ক দেখা যায় না। অর্থাৎ বোঝা গেল ত্বক সংকুচিত বা প্রসারিত হলে স্ট্রেচ মার্ক দেখা যায়। এর সঙ্গে প্রত্যক্ষ ভাবে ত্বকের দুই উপকরণ কোলাজেন এবং ইলাস্টিন যুক্ত। ত্বকের ক্ষত নিরাময় হলেও নজরে আসে স্ট্রেচ মার্ক।


আরও পড়ূন- মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?