বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: প্রার্থনা করেছিলেন, কিন্তু কাজ হল না। অনুব্রত মণ্ডল (Anbrata Mondal) গত ৮ মে বলেছিলেন, 'সুকন্যা (Sukanya Mondal) জামিনের জন্য আবেদন জানিয়েছেন এখানে। ঈশ্বর যেন জামিনটা দিয়ে দেয়'।


বিফলে গেল কেষ্টর প্রার্থনা! গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। একইসঙ্গে স্থগিত হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি! সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় নেই!  ফলে জুন মাসও কার্যত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে!


একদিনে জোড়া ধাক্কা বাবা-মেয়ের! এর আগে ২৬ মে-র শুনানিতে  গরু পাচারের টাকা লেনদেনে মেয়ে সুকন্যা বাবা অনুব্রতকে সাহায্য করেছিলেন দাবি করে সুকন্যার জামিনের বিরোধিতা করেছিল ইডি। এর আগে চিকিৎসার প্রয়োজন-সহ ৩টি কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুকন্যা। 


অন্যদিকে গরু পাচার মামলায় কোটি কোটি টাকা লেনদেনের ক্ষেত্রে, সুকন্যা মণ্ডলের কী ভূমিকা ছিল তা চার্জশিটের ১৮৬ ও ১৮৭ নম্বর পাতায় বিস্তারিত তুলে ধরেছে ED। 
কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে, অনুব্রতর ব্যবসায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন তাঁর মেয়ে। ভোলে ব্যোম রাইস মিলে, মায়ের সঙ্গে অংশীদার ছিলেন সুকন্যাও। 


নীড় ডেভলপার্স প্রাইভেট লিমিটেড এবং ANM অ্যাগ্রোকেমের ডিরেক্টর পদেও ছিলেন তিনি। এমনকী, অনুব্রত মণ্ডলের পরিচারকের ITR দেখে মনে করা হচ্ছে, আসলে সেটি সুকন্যার ITR. কারণ নথি হিসেবে সেখানে অনুব্রত কন্যার ইমেল আইডি দেওয়া ছিল। গত শুনানিতে দু'পক্ষের সওয়াল শুনে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক। অবশেষে এদিন অনুব্রত কন্যার জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির আদালত। 


মেয়ের মতো, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে, জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলও। এদিন যার শুনানি শুরু হয় আদালতে কিন্তু মাঝপথেই শুনানি স্থগিত হয়ে যায়।  এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক। গরমের ছুটি পড়ে যাওয়ায় জুন মাসে আর এই মামলার শুনানি হওয়ার কোনও সম্ভাবনা কার্যত নেই।                                                        


আরও পড়ুন: Mamata Banerjee:'রাজ্যে ৪ বছরের অনার্স কোর্স চালু, স্নাতকোত্তর ১ বছরেই..', বললেন মুখ্যমন্ত্রী