কলকাতা: রোগ প্রতিরোধ হোক বা রূপচর্চা বা রান্নায় স্বাদ ফেরানো, সবেতেই হলুদের (Turmeric) জুড়ি মেলা ভার। হলুদে (Turmeric) অ্যান্টিসেপটিক উপাদান আছে। গরমকালে ট্য়ান দূর করতেও হলুদ বিশেষ ভাবে কার্যকর। তবে ত্বকের যত্নে কীভাবে হলুদের ব্য়বহার করতে হবে অনেকেরই তা নিয়ে স্পষ্ট ধারণা নেই। আজ দেখে নেব রূপচর্চায় কিভাবে হলুদ ব্যবহার করা যেতে পারে। 


রূপচর্চায় হলুদের ব্য়বহার


ব্রণ-র চিকিৎসায়: যাদের মুখে প্রচুর ব্রণ হয় তাদের জন্য হলুদ (Turmeric)  ভীষণভাবে কার্যকরী কারণ হলুদের (Turmeric) অ্যান্টিসেপটিক উপাদান ব্রণ-র ওপর ভীষণ ভাবে কাজ করে। হলুদ বাটা, আঙ্গুরের রস ও গোলাপজল ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা সরাসরি ব্রণ-র ওপর লাগান। কিছুক্ষণ থাকার পর জল দিয়ে ভালো করে সেটাকে ধুয়ে ফেলুন। কিছুদিন করার পর দেখবেন ধীরে ধীরে ইনফেকশন কমে গিয়ে স্কিনে ব্রণ-র প্রবণতা কমে যাবে। ব্রণ-র দাগ দূর করতে কাঁচা হলুদ ও নিমপাতা বেটে দাগের উপর লাগান।কিছুদিন লাগালে দাগ মিলিয়ে যাবে।


আরও পড়ুন...


Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?


কাঁচা হলুদ বেটে রস করে নিন হলুদের রসের সঙ্গে মুলতানি মাটি ও নিমপাতার রস এক সঙ্গে মিশিয়ে পেস্ট করে ফেস প্যাকের মতন মুখে লাগান।প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে করে নিন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্রণ-র প্রকোপ কমবে। 


ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে: সৌন্দর্য ও ফেয়ারনেস এর জন্য হলুদের ব্যবহারের কথা সবার আগে উঠে আসে, তাই ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে হলুদের কথা ভুললে চলবে না।


কাঁচা হলুদবাটা, বেসন, চালের গুঁড়ো এবং টক দই ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। তারপর সেটাকে মুখে এবং গলায় ভালোভাবে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন।এই প্যাকটি সপ্তাহে তিনদিন লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে।


আরও পড়ুন...


Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ।  বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।