নয়াদিল্লি: তিহাড়ে থাকার মেয়াদ বাড়ল সুকন্যার ( Sukanya Mondal ) । ১২ জুলাই পর্যন্ত পর্যন্ত বাড়ল অনুব্রত-কন্যার ( Anubrata Mondal Daughter ) হেফাজতের মেয়াদ। হিসাবরক্ষক মণীশ কোঠারিরও ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজত। রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যার জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৬ মে।
সুকন্যার বিরুদ্ধে কী কী অভিযোগ
এর আগেই গরু পাচার মামলায় কোটি কোটি টাকা লেনদেনের ক্ষেত্রে, সুকন্যা মণ্ডলের কী ভূমিকা ছিল, তা চার্জশিটের ১৮৬ ও ১৮৭ নম্বর পাতায় বিস্তারিত তুলে ধরে ED. কেন্দ্রীয় এজেন্সির তরফে সেখানে দাবি করা হয়, অনুব্রতর ব্যবসায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন তাঁর মেয়ে। ভোলে ব্যোম রাইস মিলে, মায়ের সঙ্গে অংশীদার ছিলেন সুকন্যাও। নীড় ডেভলপার্স প্রাইভেট লিমিটেড এবং ANM অ্যাগ্রোকেমের ডিরেক্টর পদেও ছিলেন তিনি। এমনকী অনুব্রত মণ্ডলের পরিচারকের ITR দেখে মনে করা হচ্ছে, আসলে সেটি সুকন্যার ITR. কারণ নথি হিসেবে সেখানে অনুব্রত কন্যার ইমেল আইডি দেওয়া ছিল। বাবার থেকে মেয়ের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, তাই তিনি কোনওভাবেই বলতে পারেন না যে, বাবার নির্দেশেই তিনি যাবতীয় কাজ করেছেন। তিনিও অপরাধের টাকা পাচারের সঙ্গে জড়িত।
অনুব্রতর জেল হেফাজতের মেয়াদ কবে পর্যন্ত ?
ইতিমধ্যেই বেড়েছে অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। আগামী ১২ জুলাই পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে লালমাটির জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকেও। সম্প্রতি গরুপাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরুপাচারের কালো টাকা সাদা করা, বীরভূম জেলা পরিষদের কাজের জন্যও ঠিকাদারদের থেকে কমিশন নেওয়া-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয়। বিচারক ইডির থেকে জানতে চান, গরুপাচার মামলায় তাঁদের তদন্ত কি শেষ হয়েছে? এই মামলায় আর কোনও চার্জশিট দেওয়া হবে কিনাও জানতে চান বিচারক। উত্তরে ইডির আইনজীবী আদালতে জানান, তাদের তদন্ত শেষ হয়নি। এখনও চলছে। এই মামলায় তারা আরও সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। এরপরই ১২ জুলাই পর্যন্ত অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিন এদিন অনুব্রত মণ্ডল ছাড়াও, গরুপাচার মামলায় ধৃত তার প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক, বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমারকেও রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয়েছিল। তাঁদেরও ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন :
গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?