মুম্বই: তাঁর জগত লাইটস, ক্যামেরা, অ্যাকশন... কিন্তু একাধিকবার বিভিন্ন রাজনৈতিক বিতর্কে জড়িয়ে গিয়েছে তাঁর নাম। কিন্তু কখনও এবিষয়ে মুখ খোলেননি বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খুললেন বলিউডের 'পদ্মাবত' (Padmabat)। 


১৫ বছরের কেরিয়ারে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক বিতর্কের সম্মুখীন হয়েছিলেন দীপিকা। কখনও তাঁর ছবির জন্য, কখনও আবার ব্যক্তিগত জীবনে কাজের জন্য। 'পদ্মাবত' ছবির বিষয়বস্তু নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক। ছবির শ্যুটিং চলাকালীন, একবার আক্রমণ করে ভেঙে দেওয়া হয়েছিল ছবির সেট। ছবি তৈরি হয়ে যাওয়ার পরেও একাধিক বাধা আসতে থাকে ছবি মুক্তি নিয়ে। বিতর্কের আঁচ এতটাই যে সম্পূর্ণ শ্যুটিং হয়ে যাওয়ার পরেও গ্রাফিক্সের মাধ্য়মে একটি গানে দীপিকার পোশাক বদলাতে বাধ্য হয়েছিলেন পরিচালক। 


পদ্মাবত নিয়ে অভিযোগ ছিল যে এই ছবি ইতিহাসকে অসম্মানিত করছে। তবে এই ছবি মুক্তির পরে অবশ্য থিতিয়ে গিয়েছিল বিতর্ক। তবে দীপিকা আর বিতর্ক এখানেই থামেনি। এরপর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে দীপিকার হঠাৎ হাজিরা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল ফের। কিছু ছাত্রছাত্রীদের ওপর অতর্কিতে হামলার প্রতিবাদে জেএনইউ-তে প্রতিবাদ করছিলেন ছাত্রছাত্রীরা। সেখানেই হাজির হন দীপিকা। তবে তিনি একটাও কথা বলেননি, যোগ দেননি স্লোগানেও। তবে তাঁর উপস্থিতিই ছিল যথেষ্ট অর্থবহ। 


এরপরে 'পাঠান' (Pathaan) বিতর্ক। সদ্য মুক্তি পাওয়া এই ছবিতে বিতর্ক হয়েছিল দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে। সেই বিতর্কের আঁচ এমনই, উঠেছিল ছবি বয়কটের ডাকও। সেসময়েও চুপ ছিলেন দীপিকা। তিনি যখন জেএনইউতে যান, তখন সামনেই ছিল তাঁর ছবি 'ছপক' এর মুক্তি। দিপীকার ওপর চটেছিলেন অনেকেই। তবে সে সবে কান দেননি অভিনেত্রী। 


সদ্য একটি সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, 'আমি আমার ১৫ বছরের কেরিয়ারে কখন রাজনৈতিক বিষয় নিয়ে মাথা ঘামাইনি। আমার মনে হয়, এ নিয়ে আমার কোনও অনুভূতিই হয় না। আমি জানি না হওয়া উচিত কি উচিত নয়, কিন্তু সত্যিই আমার কোনও অনুভূতি হয় না এইসব বিষয়ে।'


আরও পড়ুন: Seeds Benefits: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?


আরও পড়ুন: Swimming: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস




আরও পড়ুন: Seeds Benefits: চুল পড়ার সমস্যা কমায়, সাহায্য করে বৃদ্ধিতে, কোন কোন বীজ থেকে চুলের যত্ন হবে সবচেয়ে ভাল?


আরও পড়ুন: Swimming: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস