কলকাতা : ১৪ তারিখ রাত দখলের ডাকের ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। দলকে অস্বস্তিতে ফেলেই তিনি নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে প্রতিবাদে বসেছিলেন। তারপর তাঁকে সমনও পাঠায় পুলিশ। তাতে তিনি নির্দিষ্ট পোস্ট ডিলিট করলেও, নিজের মতামত থেকে সরেননি। বুধবার, আরও এক রাত দখলের আগে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।


কলকাতা থেকে জেলা, আর জি কর মামলায় কাল সুপ্রিম কোর্টের শুনানির আগে ৪ সেপ্টেম্বর ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। তার আগেই ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি লিখলেন, 'রাত দখলের সঙ্গেই মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ।  মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের ২১ নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার।' সোশাল মিডিয়ায় পোস্ট করলেন এই বার্তা।


১৪ অগাস্ট রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন প্রবীণ রাজনীতিক। তারপর সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর আবার তিনি পোস্ট করেন, 'CBI-কে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ ও CP-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা, কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল? কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হল? কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন ৩ দিন পর স্নিফার ডগ আনা হল? শত শত প্রশ্ন ঘুরছে। ওদের মুখ খোলান।'


এরপর, তৃণমূল সাংসদকে পরপর দু'বার হাজিরার নোটিস পাঠায় কলকাতা পুলিশ। পাল্টা গ্রেফতারির আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হন সুখেন্দুশেখর রায়। পরে পোস্ট ডিলিট করতে রাজি হলেও, নিজের অবস্থানে অনড়ও থাকেন তিনি। এরপর কখনও বাস্তিল দুর্গ পতনের কথা মনে করান তিনি। আবার সন্দীপ ঘোষের গ্রেফতারির দিন মিডল স্ট্যাম্প উপড়ে যাওয়ার ছবি পোস্ট করেন তৃণমূল সাংসদ। লিখেছিলেন , মিডল স্টাম্প উপড়ে গেল। এরপর কী?  


সবমিলিয়ে, সুখেন্দুশেখর রায়ের পরপর পোস্টে বেড়েই চলেছে তৃণমূলের অস্বস্তি। তবে প্রবীণ নেতা স্পষ্টতই জানিয়েছেন, তিনি নিজের অবস্থানেই অনড় থাকছেন। দলের বিষয়ে কোনও মন্তব্য তিনি করবেন না।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: 'আনুগত্যের চাহিদা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি' আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরত নাট্য পরিচালকের