কলকাতা : তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে দলীয় মুখপত্র 'জাগো বাংলা'র নতুন সম্পাদক হলেন সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। জাগো বাংলার সম্পাদক-সহ ৫টি পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)


দল ও সরকার থেকে অপসারিত পার্থ-


নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, আজ পার্থ চট্টোপাধ্যায়কে দল ও সরকার থেকে অপসারিত করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে তিনটি দফতর থেকে সরানোর কথা ঘোষণা করা হয় আজ। এদিকে "যতদিন না মন্ত্রিসভা নতুন করে গঠন করছি, ততদিন আমার হাতে থাকবে পার্থদার দফতর", মন্ত্রিত্ব থেকে পার্থ চট্টোপাধ্যায়কে 'অব্যাহতি' দিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পাশাপাশি সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া অবধি তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল।


আরও পড়ুন ; "মুখ্যমন্ত্রীকে ঝেড়ে ফেলুন, তবেই রেহাই", পার্থর অপসারণের পর আরও সুর চড়ালেন বিকাশ


পরিষদীয়, শিল্প-বাণিজ্য, তথ্য প্রযুক্তি দফতর থেকে অপসারণ করা হয় পার্থকে। কেড়ে নেওয়া হয় তৃণমূলের মহাসচিব, দলীয় মুখপত্রের সম্পাদক-সহ ৫টি পদও। অর্থাৎ, ৩টি দফতরের পর দলের ৫টি পদ থেকেও অপসারিত তিনি। নিজেকে নির্দোষ প্রমাণিত না করা পর্যন্ত পার্থ সাসপেন্ড থাকবেন, সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন অভিষেক। আপাতত পার্থর ৩টি দফতর থাকবে মুখ্যমন্ত্রীর হাতে, পরে রদবদল। এই পরিস্থিতিতে আজ দলের মুখপত্রের সম্পাদক পদ দেওয়া হয় দলের রাজ্যসভার নেতা, ওয়ার্কিং কমিটির সদস্য তথা বর্ষীয়ান রাজনীতিক সুখেন্দুশেখর রায়। 


প্রসঙ্গত, টালিগঞ্জের পর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ মেলে। ইডি সূত্রে খবর, ১৮ ঘণ্টার তল্লাশিতে ক্লাবটাউন হাইটসের ১৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও, মিলেছে ৬ কেজি সোনা। যার মূল্য ৪ কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির একাধিক দলিল। অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর ও শৌচাগার থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। মোট ৭টি ট্রাঙ্কে নগদ ও একটি ট্রাঙ্কে সোনা বোঝাই করে নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে। একসপ্তাহের মধ্যে টালিগঞ্জ ও বেলঘরিয়ায় অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার হল ৫০ কোটি টাকা। বেলঘরিয়ায় অর্পিতার আরেকটি ফ্ল্যাট সিল করে দিয়েছে ইডি। এদিকে টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের, বলে জেরায় বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। এমনই দাবি ইডি সূত্রে।