গৌতম মণ্ডল, সুন্দরবন : সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়ে গুরুতর জখম এক মহিলা। আহতের নাম শঙ্করী নায়েক। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে শঙ্করী সহ মোট ৬ জনের একটি দল ছোট নৌকো নিয়ে কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করে। মঙ্গলবার সকালে কলস দ্বীপের কাছে একটি খাঁড়িতে কাঁকড়া ধরার সময় বাঘের হানার মুখে পড়েন। কোনওক্রমে প্রাণে বাঁচলেও বাঘের হানায় গুরুতর জখন হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরেছেন ওই মহিলা। 

Continues below advertisement

সুন্দরবনের কলস দ্বীপের কাছে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের সত্যদাসপুর এলাকার বাসিন্দা শঙ্করী নায়েক। তাঁর বয়স ৪১ বছর। গতকাল অর্থাৎ মঙ্গলবার কলস দ্বীপের কাছে জঙ্গলের খাঁড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ​জানা গিয়েছে, সোমবার সকালে শঙ্করী-সহ মোট ৬ জনের একটি দল ছোট নৌকো নিয়ে কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করে। এরপর গতকাল মঙ্গলবার সকালে কলস দ্বীপের কাছে একটি খাঁড়িতে কাঁকড়া ধরার সময়, পিছন দিক থেকে একটি বাঘ হঠাৎ শঙ্করীর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর সঙ্গে থাকা বাকি সঙ্গীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে লড়াই করে কোনওক্রমে শঙ্করীকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হন। বাঘের থাবায় শঙ্করী নায়েকের বাঁ হাত এবং বাঁ কাঁধের অংশে গভীর ক্ষত তৈরি হয়েছে। ​গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শঙ্করীকে প্রথমে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।             

সুন্দরবনের পাথরপ্রতিমাতেই ডিসেম্বর মাসের শুরুর দিকে বাঘের আতঙ্ক দেখা গিয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সুন্দরবনের বিভিন্ন অংশে রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক, নতুন ঘটনা নয়। কাঁকড়া ধরতে গিয়ে, জঙ্গলের ভিতরে কাঠ আনতে গিয়ে কিংবা মধু সংগ্রহ করতে গিয়ে অনেকেই বাঘের মুখোমুখি হন। বেশিরভাগ ক্ষেত্রেই শেষরক্ষা হয় না। শিকার টেনে নিয়ে যায় বাঘ। তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন শঙ্করী। কিন্তু মারাত্মক চোট পেয়েছেন বাঘের আক্রমণে।          

Continues below advertisement