সৌভিক মজুমদার, কলকাতা: ভোটে অশান্তির বাংলায় এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রবিবার কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোটগ্রহণ। সমবায় ব্যাঙ্কের ভোট নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। কাঁথিতে সমবায় ভোট, প্রতি বুথে সিসি ক্যামেরার নজরদারি। কাঁথির সমবায় ব্যাঙ্কে ১০৮টি প্রতিনিধি পদে রবিবার ভোট। রবিবার একটি সর্বভারতীয় পরীক্ষার জন্য কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র বদল।


এদিকে, সরকারি স্কুল না মেলায় সমবায় ভোটের গণনাকেন্দ্রও বদল। ভোটগ্রহণ-গণনাকেন্দ্র বদলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। এগরা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর বেরার মামলায় নির্দেশ আদালতের। কাঁথি সমবায় ভোটে ২৪১টি ভোটগ্রহণ কেন্দ্র, তার মধ্যে ৫টিতে বদল। শুধু কাঁথি, এগরায় ৫টি ভোটগ্রহণ কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ।                                                       


এদিকে, বিধানসভায় পূর্ব মেদিনীপুরের বিধায়কদের নিজের ঘরে ডেকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগামী ১৫ ডিসেম্বর কাঁথির সমবায় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের নির্দেশ। সমবায় নির্বাচনে বিশেষ দায়িত্ব অখিল গিরিকে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। আগামী ১৫ ডিসেম্বর কাঁথির সমবায় ব্যাঙ্কের নির্বাচন। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এদিকে, আগামীকাল দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বিধায়কদের ডেকে সমবায় নির্বাচন নিয়ে বিশেষ নির্দেশ দিলেন তিনি।


আরও পড়ুন, 'আপনারা কলকাতা দখল করবেন আর আমরা ললিপপ খাবো?' বাংলাদেশকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর


এদিকে, গতকাল তমলুক সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রাম। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। ফল ঘোষণার পর দেখা যায়, সমবায় ভোটে ৬৯ আসনের মধ্যে ৫৬টিতে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিজেপি সমর্থিত প্রার্থীরা ১৩টি আসনে জয়ী হন।তাৎপর্যপূর্ণভাবে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ৭টি আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। তৃণমূলের অভিযোগ, এরপরই রাত ১১টা নাগাদ তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের বাড়িতে হামলা  চালায় বিজেপি কর্মীরা। তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে