আশাবুল হোসেন, কলকাতা : কিছুদিন আগেই ৪ দিনের মধ্যেই কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। শুধু তাই নয়, তাঁর হাস্যকর দাবি ছিল,  'ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না।' এই হুমকি নিয়ে সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে মিমের বন্যায়। কারণ সামরিক ক্ষেত্রে ভারত যে বাংলাদেশের থেকে সবদিক থেকেই বহুগুণে শক্তিশালী, তা কারও অজানা নয় ! শুধু তাই নয়, কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করে সরাসরি বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারিও দিয়েছেন খালেদা জিয়ার দল BNP-র নেতা। এবার এই হুঁশিয়ারি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগেও বিধানসভায় বাংলাদেশ-বিষয়ে প্রস্তাব এনেছিলেন। কেন্দ্রর কাছে বিবৃতি দাবি করেছিলেন। সেই সঙ্গে বার্তা দিয়েছিলেন এই ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তে পাশে থাকার। 


সোমবার  যখন ভারত-বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক চলছে ঢাকায়,  ঠিক সেই সময় বাংলাদেশ নিয়ে বিধানসভায় ফের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো ! ' তিনি বলেন, 'এটা ভাবার কোনও কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। তবে আমরা চাই হিংসা নয় শান্তি ফিরুক। আমাদের সরকারের পলিসি হল কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো। আমরা আশাবাদী সচিব যাচ্ছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র উঠে আসবে' 


সেই সঙ্গে অহিংসার সুর বজায় রেখেই মুখ্যমন্ত্রী বলেন, 'আমি প্রত্যেকের কাছে আবেদন করব এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। 
সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ'। তিনি আরও বলেন, ' বাংলাদেশে আজ সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে, সেটা আমরা কেউ ভাল চোখে দেখছি না। '   


বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের অবস্থানকে সমর্থন জানালেও এই ইস্যুতে বিজেপিকে তোপ দেগেছে তাঁর দল। কুণাল ঘোষ এদিন বঙ্গ বিজেপিকেই নিশানা করে বলেন, ' তোমরা কেন মিছিল করছ ভাই, তোমাদের দল তো দিল্লিতে। তোমরা দিল্লিতে গিয়ে বলো, অ্যাকশন নিচ্ছে না কেন? বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা থামানোটা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার নয়, সেটাকে ভারতে হিন্দুদের মধ্যে ভোট মার্কেটিং করার জন্য, তারা মুখে কুলুপ এঁটে বসে আছে। ফলে বিজেপি মিছিল করছে লোক দেখানো। ' 



 আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন :


'বর্ষবরণের রাতে আতসবাজিতে না', বাংলাদেশে এবার উৎসব পালনেও তালিবানি ফতোয়া?