বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহার করতে ইডি-কে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিদেশ যাওয়ার এক সপ্তাহ আগে ইডি-কে জানালেই হবে, বলল সুপ্রিম কোর্ট। এর আগে আদালতকে ইডি জানায় যে, ২৬ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত বিদেশ যেতে তাঁরা অভিষেককে অনুমতি দিয়েছেন।


শুক্রবার এই মামলায় অভিষেক-রুজিরার বিদেশযাত্রা নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তার আগে বুধবারই বিদেশযাত্রায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সেখান থেকেই আমেরিকা পাড়ি দিচ্ছেন তিনি। ৮ অগাস্ট আমেরিকায় তাঁর চিকিৎসার জন্য় অ্য়াপয়েন্টমেন্ট রয়েছে। এর প্রেক্ষিতে, ইডির কাছে, সুপ্রিম কোর্ট জানতে চায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি লুকআউট সার্কুলার জারি করা হয়েছে? চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে, কেন তাঁকে সেই ছাড়পত্র দেওয়া হবে না? বিচারপতি বলেন, তদন্ত সহযোগিতা করা সত্বেও আপনারা আদালতের পুরনো রায়কে কার্যত উপেক্ষা করছেন। উত্তরে, ইডির আইনজীবী বলেন, তদন্তকারী এজেন্সি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই বিষয়টি জানাতে পারবেন। সেই মামলাতেই শুক্রবার সুপ্রিম কোর্ট  ইডি-কে অভিষেক ও রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহার করতে নির্দেশ দেয়।          


এর আগে আদালতকে ইডি জানায় যে, ২৬ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত বিদেশ যেতে তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) অনুমতি দিয়েছেন। সুপ্রিম কোর্ট (Supreme Court) বলেছে, বিদেশ যাওয়ার এক সপ্তাহ আগে ইডি-কে জানালেই হবে। সবমিলিয়ে, সুপ্রিম কোর্টে অভিষেকের স্বস্তি ঘিরেও তুঙ্গে রাজনৈতিক তরজা। 


গত ৫ জুন, বিদেশ যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক-জায়া রুজিরা। কিন্তু, কয়লাকাণ্ডে লুক আউট সার্কুলারের কথা বলে তাঁকে আটকে দেয় অভিবাসন দফতর। এই প্রেক্ষাপটেই সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেকের স্ত্রী। সেই মামলাতেই, গত সোমবার, আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন। আগে থেকেই অভিষেকের চোখের অপারেশনের জন্য ৮ অগাস্টের সময় নেওয়া আছে। কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনও লুকআউট সার্কুলার আছে কি না, ইডির কাছে তা লিখিতভাবে জানতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু, ইডি তার কোনও জবাব দেয়নি বলে অভিযোগ।


আরও পড়ুন: আপনায় টাকায় '*' চিহ্ন রয়েছে? বার্তা দিল RBI