কলকাতা: ব্যাঙ্কনোটে (Bank note) যে সিরিয়াল নম্বর থাকে সেখানেই মাঝে মধ্যে দেখা যায় সিরিয়াল নম্বরের মাঝে একটি তারা চিহ্ন রয়েছে। * চিহ্ন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ওই ব্যাঙ্কনোট আসল না কি নকল তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় (Social Media) নানা পোস্টও দেখা গিয়েছে। সাধারণ জনমানসে সেই ব্যাঙ্কনোট নিয়ে সংশয় তৈরি হয়েছিল। * চিহ্ন থাকায় ওই নোট আসল কি না তা নিয়েও সংশয় বাড়ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেই বিষয়ে এবার মুখ খুলেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। বৃহস্পতিবারই RBI-এর তরফ থেকে বলা হয়েছে ওই নোটের ব্য়াপারে। ওই ব্যাঙ্কনোট সম্পূর্ণ আসল, বাকি নোটগুলির মতোই। ফলে ওই চিহ্ন দেওয়া নোটও বৈধ জানিয়ে উদ্বেগ দূর করতে বলেছে ভারতের রিজার্ভ ব্য়াঙ্ক। 


পরপর সিরিয়াল নম্বর থাকা ১০০টি নোটের একটি প্যাকেটে যদি সিরিয়াল নম্বর সংক্রান্ত কোনও ত্রুটি থাকে, তাহলে ত্রুটিযুক্ত ব্যাঙ্কনোটের জায়গায় ওই চিহ্ন সম্বলিত নম্বরের ব্যাঙ্কনোট ইস্যু করা হয়, এমনটাই জানিয়েছে RBI.


এই বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ভারতের রিজার্ভ ব্য়াঙ্কের তরফে। কারণ সম্প্রতি * চিহ্ন সম্বলিত এই ব্যাঙ্কনোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য দেখা গিয়েছে। তাতে ওই নোট নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। তার ফলে যাতে কারও কোনও সমস্য়া না হয় তার জন্য এই বিবৃতি জারি করা হয়েছে RBI-এর তরফে। সেই বিবৃতিতেই বলা হয়েছে, সিরিয়াল নম্বরে * চিহ্ন থাকা ব্যাঙ্কনোট বাকি সব ব্যাঙ্কনোটের মতোই বৈধ। Prefix এবং সিরিয়াল নম্বরের মধ্যে এই চিহ্ন থাকে। RBI -এর তরফে জানানো হয়েছে, ওই নোট যে Replaced বা Reprinted সেটা বোঝাতেই ওই চিহ্ন দেওয়া হয়।


আরও পড়ুন: বছরে মিলবে ৬০০০ টাকা! কেন্দ্রের এই প্রকল্পে নাম লেখাবেন কীভাবে?