কলকাতা: রাজ্যে রামনবমীর (Ram Navami Incident) হিংসার ঘটনায় এনআইএ তদন্তের বিষয় হাইকোর্টের ওপরই ছেড়ে রাখল সর্বোচ্চ আদালত (Supreme Court)। ফলে আরও একবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সবকটি এফআইআরের ভিত্তিতেই তদন্ত করবে এনআইএ (NIA)।
সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের: রামনবমীর তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। রামনবমীতে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। এনআইএ তদন্তের বিষয়টি হাইকোর্টের ওপরেই ছেড়ে রাখল সর্বোচ্চ আদালত।রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।
গত ২৭ এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় তদন্ত করবে NIA। তার জন্য দু' সপ্তাহের মধ্যে NIA-কে সমস্ত নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। এরইমধ্য়েএনআইএ তদন্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের এই আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। আর এবার, রামনবমীর ঘটনায় এনআইএ তদন্তের হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
এদিকে ৩ মাস ধরে জ্বলছে মণিপুর। সামনে আসছে একের পর এক হাড়হিম করা ভিডিও।বিরোধী দলগুলি এই নিয়ে কাঠগড়ায় তুলছে মোদি সরকারকে। তৃণমূল যেমন এই ইস্যুতে পথে নেমেছে। তেমনই রাজ্য বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল। পাল্টা মালদা-সহ বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করছে বিজেপিও। আর এই প্রেক্ষাপটেই সূত্রের দাবি, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতীর্থদের সতর্ক করে দেন। সূত্রের দাবি, এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সতর্ক করে বলেন, বিরোধী দল কিন্তু চক্রান্ত করার চেষ্টা করবে। এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে। বিরোধীরা সাজানো ঘটনাকে রাজনৈতিকভাবে অস্ত্র করতে পারে। সেই ব্যাপারে সবসময় সতর্ক থাকুন। যাতে এরকম ঘটনা না ঘটে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficialZ
আরও পড়ুন: Mamata Banerjee: 'মণিপুরের ঘটনা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে' মন্ত্রিসভায় বার্তা মুখ্যমন্ত্রীর