সুমন ঘড়াই, কলকাতা: মণিপুরের (Manipur Violence) মতো ঘটনা বাংলায় যাতে না ঘটে, সে জন্য সতর্ক থাকতে হবে। এমনটা ঘটানোর জন্য বিরোধীরা ষড়যন্ত্র করতে পারে। সূত্রের দাবি, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এই ব্যাপারে সকলকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এই বিষয়ে নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।


মন্ত্রিসভায় বার্তা মুখ্যমন্ত্রীর: ৩ মাস ধরে জ্বলছে মণিপুর। সামনে আসছে একের পর এক হাড়হিম করা ভিডিও।বিরোধী দলগুলি এই নিয়ে কাঠগড়ায় তুলছে মোদি সরকারকে। তৃণমূল যেমন এই ইস্যুতে পথে নেমেছে। তেমনই রাজ্য বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল। পাল্টা মালদা-সহ বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা করছে বিজেপিও। আর এই প্রেক্ষাপটেই সূত্রের দাবি, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতীর্থদের সতর্ক করে দেন।                     

মণিপুরকাণ্ড প্রকাশ্যে আসার পরে এই ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেছিলেন তৃণমূল নেত্রী। এই প্রেক্ষাপটেই ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কর্মী ও সমর্থকদের সতর্কও করে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,“বিজেপির এখন প্ল্য়ান হচ্ছে তৈরি করে ঘটনা সাজিয়ে পুলওয়ামার মতো নিজেরাই ফেক ভিডিও করবে। যেমন সিনেমা তৈরি হয়। নিজেরা ফেক নাটক করবে। বাংলাকে অসম্মান করার চক্রান্ত করেছে। প্রধানমন্ত্রী মণিপুরের কথা বলতে গিয়ে বাংলা, রাজস্থান, ছত্তীসগড়ের নাম করেছেন।’’                                  
 
এরই মধ্যে বঙ্গ বিজেপি, হাওড়ার পাঁচলা, মালদার বামনগোলা এবং কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকার নারী নির্যাতনের তিনটি অভিযোগ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নামে। সোমবার দিল্লিতেও সংসদের বাইরে বঙ্গ বিজেপির সাংসদরা এই ইস্যুগুলি নিয়ে বিক্ষোভ দেখান।দিল্লিতে যখন এই ছবি, তখন সূত্রের দাবি, এদিন মন্ত্রিসভার বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সতর্ক করে বলেন, বিরোধী দল কিন্তু চক্রান্ত করার চেষ্টা করবে। এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে। বিরোধীরা সাজানো ঘটনাকে রাজনৈতিকভাবে অস্ত্র করতে পারে। সেই ব্যাপারে সবসময় সতর্ক থাকুন। যাতে এরকম ঘটনা না ঘটে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial



আরও পড়ুন: DA Agitation: বকেয়া ডিএ-র দাবিতে সরব, বিধানসভা অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের