কলকাতা: দেখতে দেখতে আজ ষষ্ঠী (Durga Puja 2023)। একদিকে গোটা বাংলা আলোর রোশনাইয়ে ভাসছে। বরাবরের মতোই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুজোর উদ্বোধন করেছেন। হাওড়ার এক পুজোয় ঘোড়ার গাড়িতে করে গিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। শহরের একাধিক পুজোর উদ্বোধনে দেখা মিলেছে শাসকদলের হেভিওয়েটদের মুখ। ঠিক তখনই পুজো জেলের কুঠুরিতে কাটাচ্ছেন তৃণমূলের হেভিওয়েটদের গ্রেফতার হওয়া একাধিক জন। গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মন্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। আরও সেই তালিকায় রয়েছেন মানিক ভট্টাচার্যও। পুজো জেলেই কাটবে তাঁরও (Manik Bhattacharya)।


নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্যও


নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।উল্লেখ্য় টাকার বিনিময়ে স্কুলে চাকরি বিলির পর, সামনে আসে, প্রাথমিক স্কুলে পোস্টিং দুর্নীতির অভিযোগও । সেই মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশে প্রেসিডেন্সি জেলে গিয়ে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ম্য়ারাথন জেরা করেছিল সিবিআই (CBI)। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য।আর এবার মানিকের জামিন-মামলা হাইকোর্টেই ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। হাইকোর্টে বারবার জামিন-মামলা পিছিয়ে যাওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক। ১৬ নভেম্বরের মধ্যে হাইকোর্টকে মামলার নিষ্পত্তির নির্দেশ সর্বোচ্চ আদালতের।


আরও পড়ুন, ষষ্ঠীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস ?


পুজোয় জেলে কাটাবেন আরও কারা ?


প্রসঙ্গত, অনুব্রতর এবারের পুজোও জেলে কাটবে বলেই আগেই আশঙ্কা করেছিলেন তাঁর অনুগামীরা। পাশাপাশি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও পুজোর সময় জেলেই থাকতে চলেছেন। সুপ্রিম কোর্টে অনুব্রত-কন্যা সুকন্যার জামিনের আবেদনের শুনানি চার মাস পিছিয়ে গিয়েছে। অর্থাৎ এবছরের পুজোটা তিহাড় জেলের ছ'নম্বর সেলেই কাটাতে হবে তাঁকেও। গরুপাচার মামলায়, গতবছর অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত। তার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও জেলবন্দি অনুব্রত। প্রথমে বাংলাতেই ছিলেন অনুব্রত। কিন্তু তিনি প্রভাবশালী, মামলার উপর প্রভাব পড়তে পারে বলে আদালতে যুক্তি দেখান তদন্তকারীরা। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ মেশ দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয় অনুব্রতর। তাঁর কন্যা সুকন্যাও সেখানেই রয়েছেন। অপরদিকে, নিয়োগ দুর্নীতি গ্রেফতার হওয়ার পর জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি শাসকদলের আরও একাধিক হেভিওয়েট।