কলকাতা : আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় বড় মোড়। গুরুত্বপূর্ণ নির্দেশ দিল শীর্ষ আদালত। আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট।
এবার কলকাতা হাইকোর্ট শুনতে পারবে এই মামলা মামলা, আরজি কর মামলার শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সিঙ্গল বেঞ্চ মামলা শুনতে পারবে, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা শুনতে পারবেন। এবার থেকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হতে পারে, জানাল সর্বোচ্চ আদালত।চিকিৎসকের পরিবারের আইনজীবী করুণা নন্দী জানিয়েছেন, সুপ্রিম কোর্টে তাঁদের আবেদন ছিল, হাইকোর্টের নজরদারিতে CBI তদন্ত হোক। সর্বোচ্চ আদালত জানিয়েছে, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিষয়টি দেখবে। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি।
বহুদিন ধরেই চিকিৎসকের পরিবার আর জি কর-কাণ্ডে CBI তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে । এর আগে দিল্লিতে গিয়ে CBI ডিরেক্টরের সঙ্গে দেখা করে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে আসেন মা-বাবা। পরিবারের দাবি, অনেক রহস্য উন্মোচিত হয়নি CBI তদন্তে। এরপরই আর জি কর-মামলায় CBI তৎপরতা বাড়ে। কলকাতা পুলিশের এক সাব ইনস্পেক্টর ও এক মহিলা পুলিশ কর্মীকে CGO কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই আবহেই আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এবার থেকে কলকাতা হাইকোর্টে আর জি কর-মামলার শুনানি হবে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিছুটা স্বস্তিতে নির্যাতাতার পরিবার। চোখের জল বাধ মানৃ না। এবার অন্তত মেয়ের সুবিচারের আশা করছেন তাঁরা। জানালে, তাঁদের ঘর শূন্য হয়ে গিয়েছে। সে শৃন্যস্থান কোনোদিন ভরার নয়। মনকে আরও দৃঢ় করছেন আগামী র লড়াইয়ের জন্য। জানেন, চিকিৎসক কন্যা আর ফিরবেন না। কিন্তু এ লড়াই তাঁরা লড়ছেন মেয়ের সুবিচারের জন্য, আর কোনও মা-বাবাকে যেন এমন দিন দেখতে না হয়, তার জন্য। নির্যাতিতার মা-বাবা জানালেন, মেয়ের সুবিচারের জন্য লড়াই চলবেই। সিবিআই দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিক। অন্যান্য দোষীরাও ধরা পড়ুক।
সোমবার তাঁদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী করুণা নন্দী। তাঁকেও কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসকের মা বাবা।