সৌভিক মজুমদার, কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ফলপ্রকাশের জন্য বিচারপতি কৌশিক চন্দর তৈরি করে দেওয়া গাইডলাইনের উপরও স্থগিতাদেশ। এর ফলে জয়েন্টের ফলপ্রকাশে আর কোনও বাধা রইল না, দাবি আইনজীবীদের।
আরও পড়ুন, নিউ গড়িয়ায় অভিজাত আবাসনে বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ উদ্ধার ! থানা থেকে ৫০০ মিটার দূরেই 'খুন' ?
আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, গত ৭ অগাস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ, তিনি যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করা হল। এবং তিনি জয়েন্ট এন্ট্রাস ফল প্রকাশ সংক্রান্ত গাইড লাইন বেধে দিয়েছিলেন, বা যে গাইড লাইন তৈরি করে দিয়েছিলেন, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল। ফলে আইনজীবীদের একাংশের মত হচ্ছে, এই নির্দেশের ফলে, জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ করার জন্য কার্যত, কোনও রকম বাধা রইল না।
গত ৭ অগাস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের সময় তিনি বলেছিলেন, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডকে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এবং সেই ফলপ্রকাশ করার জন্য, ২০১০ সালের আগে পর্যন্ত, যে ৬৬ টি সম্প্রদায় OBC তালিকা ভুক্ত ছিল, সেই ৬৬ টি সম্প্রদায়কে নিয়ে এবং সংরক্ষণ নীতি মেনে, এই ফলপ্রকাশ করতে হবে। সেই নির্দেশকেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়।
চ্যালেঞ্জ করে বলা হয়, এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এই মামলার ক্ষেত্রে একাধিক অন্তবর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে। তার মাঝখানে বিচারপতি কৌশিক চন্দের তরফ থেকে এই যে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ আদৌ কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে সুপ্রিম কোর্টের সামনে প্রশ্ন তোলা হয়। ফলে সেখানে এই দাবিও করা হয়, বিচারপতি কৌশিক চন্দের এই নির্দেশের ফলে, জয়েন্টের যে ফলপ্রকাশ আটকে রয়েছে। অপরদিকে, আইনজীবীদের একাংশের এই দাবিও ছিল, যে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ, তিনি কোথাও জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ করা চলবে না, এই মর্মে কোনও নির্দেশ দেননি।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)