সৌভিক মজুমদার, কলকাতা: দমকলকর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করল বিচারপতি জে.কে মহেশ্বরীর বেঞ্চ। ২০১৯ সালে রাজ্য জুড়ে ফায়ার অপারেটর পদে ২৮ জনের নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালে ২৮ জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চাকরিই ফিরে পেলেন ওই ২৮ জন।

Continues below advertisement

দু'বছর পর হাসি ফুটল মুখে। হাইকোর্টের রায় খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। হাসি ফুটল অক্সিলারি ফায়ার অপারেটর পদে চাকরিহারা ২৮ জনের মুখে।                                               

২০১৮ সালে ফায়ার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। লিখিত পরীক্ষার ফল ঘোষণা হয় ২০১৯-এ। রাজ্যজুড়ে প্রায় ৩ হাজার কর্মী নিয়োগ হয়েছিল। জেলাভিত্তিকভাবে সম্পন্ন হয়েছিল নিয়োগের কাজ। কিন্তু ৩ হাজার নবনিযুক্তর মধ্য়ে অভিযোগ উঠেছিল ২৮ জনের বিরুদ্ধে। নিয়োগ পক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রথমে মামলা হয়  স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা SAT-এ। সেখান থেকে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।                                          

Continues below advertisement

২০২৩ সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বাতিল করে ২৮ জনের নিয়োগ। ২ বছর পর সেই রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি ফেরত পেলেন ওই ২৮ জন। 

মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম বলেন, 'বীরভূমের অক্সিলারি ফায়ার অপারেটর-এর যেগুলো নিয়োগ পেয়েছিল ২০১৯ সালে, ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের সার্ভিস টার্মিনেট হয়ে যায়। আজকে মহামান্য বিচারপতি মাহেশ্বরীর বেঞ্চ সুপ্রিম কোর্টে তাঁদের সার্ভিস ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের সার্ভিস টার্মিনেট হয়ে যায়। ২০২৩ থেকে তাঁরা কর্মহীন ছিল, আজকের পর থেকে আবার তারা আবার সার্ভিসে পুনর্বহাল করেছে।' 

৬ বছর আগে মিলেছিল চাকরি। ৪ বছর চাকরিও করেছিলেন। তারপর গিয়েছিল সেই চাকরি। চাকরি বাতিলের ২ বছর পর সেই চাকরিই ফেরত পেলেন ২৮ জন।