কলকাতা: বর্তমানে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা পরিচালক আমির খান (Amir Khan)। গৌরী স্প্রাতের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি, সেই কথা সর্বসমক্ষে জানিয়েও দিয়েছেন। তবে প্রাক্তন ২ স্ত্রীর সঙ্গেও আমির খানের সম্পর্ক ভীষণই ভাল। ২ পক্ষের সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন আমির খান। শুধু তাই নয়, রিনা দত্ত আর কিরণ রাওয়ের সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ করেন আমির, বজায় রেখে চলেন সামাজিক সম্পর্ক ও। ইরা খানের বিয়েতে গিয়েছিলেন আমির, আমন্ত্রিত ছিলেন কিরণ রাও ও। কিরণের সঙ্গে বিচ্ছেদের পরেও, প্রাক্তন স্ত্রীর তৈরি ছবিকে, কাজকে সবসময় সমর্থন করে এসেছেন আমির। আর এবার, প্রথম স্ত্রী রীনা দত্তের প্রদর্শনীতে গিয়ে তাঁকে চমক দিলেন, আমির খান।
রিনা দত্ত ‘ইমার্জেন্স নেহেরু সেন্টার আর্ট গ্যালারি’-তে তাঁর চিত্রকলার একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন। ১৮ই নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীতে আমির খান হঠাৎ উপস্থিত হয়ে প্রাক্তন স্ত্রী রিনাকে একেবারে চমকে দেন। গোটা বিষয়টা একেবারেই প্রত্যাশা করেননি রিনা, তিনি ভীষণ খুশি হন। রিনা ইনস্টাগ্রামে আমির খানের সঙ্গে প্রদর্শনী থেকে তাঁর ছবি শেয়ার করেছেন এবং সঙ্গে একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন। ছবিতে দেখা যাচ্ছে, রিনা দত্তকে কালো রঙের প্রিন্টেড শাড়ি পরে রয়েছেন। সঙ্গে পরেছেন ম্যাচিং ব্লাউজ। অন্যদিকে, আমির খান পরেছিলেন, সবুজ রঙের কুর্তা, কালো প্যান্ট এবং ওয়েস্ট কোট। ছবিতে আমির আর রিনাকে পাশাপাশি দেখা যাচ্ছে। রিনা এই ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- 'যখন আপনার প্রাক্তন আপনাকে চমক দেয় এবং আপনার প্রদর্শনীতে আসে। আমার আর্ট জার্নিতে অবিরাম সমর্থনের জন্য ধন্যবাদ আমির।'
আমির খান এবং রিনা দত্ত ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন। যদিও ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে, জুনেদ খান এবং ইরা খান। এর পরে, আমির ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন, তাঁদের এক পুত্রসন্তান রয়েছে, নাম আজাদ। কিন্তু ২০২১ সালে বিবাহবিচ্ছেদ করে আলাদা হয়ে যান কিরণ আর আমির। তবে বর্তমানে আমির গৌরী স্প্রাতের সঙ্গে সম্পর্কে রয়েছেন। গৌরী রুপোলি পর্দার মানুষ নন। সেই কারণেই আমির এবার চান গ্ল্যামার দুনিয়ার আড়ালে নিজের প্রেমজীবনকে রাখতে। বর্তমানে গৌরী স্প্রাতের সঙ্গে হামেশাই সময় কাটাতে দেখা যায় আমিরকে। তবে পাপারাৎজিদের থেকে তিনি আড়ালেই রাখতে চান গৌরীকে।