নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে (Supreme Court) বিজেপি কাউন্সিলর (BJP Councillor) চৈতালি তিওয়ারির (Chaitali Tiwary) স্বস্তি । জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwary) স্ত্রী-র গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। আসানসোল পুরসভার বিরোধী নেত্রীর গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ। এপ্রসঙ্গে চৈতালি বলেন, আমার বিপদের দিনে বিজেপি পরিবার সঙ্গে। সবাইকে ধন্যবাদ। আসানসোলবাসীকে ধন্যবাদ। আইনে আস্থা রাখি। নিশ্চয়ই সত্যের জয় হবে। খুব তাড়াতাড়ি আমার স্বামী ফিরে আসবে।


কী ঘটেছিল ?


গত বছর ১৪ ডিসেম্বর, জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী ও বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি-সহ বিজেপির একাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। সেই ঘটনার পর, পুলিশের তরফে দাবি করা হয়, অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়, অনুষ্ঠানের লিখিত অনুমতি চাওয়া হয়েছিল। বিজেপি কাউন্সিলর ও আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদও করে পুলিশ। 


২৩ ফেব্রুয়ারি জিতেন্দ্র ও চৈতালি তিওয়ারি-সহ ৫ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপর সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু, সোমবারের শুনানির আগেই শনিবার বিজেপির শাসিত উত্তরপ্রদেশের নয়ডা থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে বাংলার পুলিশ। রবিবার তাঁকে ২৭ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত। 


তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে জামিনের আবেদন করেছিলেন বিজেপি নেতার আইনজীবী। সুপ্রিম কোর্টে বিজেপি কাউন্সিলর, যুব মোর্চা কর্মীর রক্ষাকবচের প্রসঙ্গ টেনে সওয়াল করেন। তবে, '২ জন সুযোগ পেয়েছেন বলে তৃতীয় জনও সুযোগ পাবেন, তা হতে পারে না', আসানসোলে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর মামলায় পাল্টা সওয়াল করা হয় সরকারের তরফে। 


এই পরিস্থিতিতে গ্রেফতারিকে চ্য়ালেঞ্জ করে, রাজ্য পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্রর আইনজীবীরা। সেই মামলায় রাজ্যের কাছে জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত। সেইসঙ্গে কম্বল বিলিকাণ্ডে আসানসোল পুরসভার বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত ও যুব মোর্চা নেতা তেজপ্রতাপ সিংয়ের গ্রেফতারিতে আগাম স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। 


আরও পড়ুন ; আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু, ফের জিজ্ঞাসাবাদ চৈতালি তিওয়ারিকে