কলকাতা: রাজ্য পুলিশের হেল্পলাইনের পাল্টা এবার শুভেন্দুর ইমেল! ভিন রাজ্যে বাঙালি হেনস্থার পাল্টা এবার রাজ্যে 'হিন্দু বাঙালি'! আজই রাজ্য পুলিশের তরফ থেকে একটি হেল্পলাইনের ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে 'হেনস্থা' হলে রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে। সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ করবে রাজ্য পুলিশ। এই হেল্পলাইনের নম্বর ছড়িয়ে দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায়। আর এবার, রাজ্য পুলিশের হেল্পলাইনের পাল্টা, অভিযোগ জানানোর জন্য নিজের ইমেল আইডি দিলেন শুভেন্দু অধিকারী। 

আজ নিজের X অ্যাকাউন্ট থেকে একটি লম্বা এক্স করে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে পুলিশের হাতে হেনস্থার শিকার হলেই আমায় জানান> রাজ্যে ভিন রাজ্যের হিন্দুদের উপর হেনস্থা হলেই জানাতে ইমেল', ইমেল দিয়ে অভিযোগ জানানোর আবেদন শুভেন্দু অধিকারীর। 'রাজ্যের কোথাও রোহিঙ্গা, অনুপ্রবেশকারীর খোঁজ পেলেও জানান। তথ্য দিয়ে জানান, সঠিক জায়গায় পৌঁছে দেব', ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের পাল্টা হুঙ্কার বিরোধী দলনেতার।

বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে হেনস্থা? চালু করা হল রাজ্য পুলিশের হেল্পলাইন। সমস্যায় পড়লে যোগাযোগের জন্য রাজ্য পুলিশের হেল্পলাইন 91477 27666। 'ভিন রাজ্যে গিয়ে কেউ সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে জানান স্থানীয় থানায়', পরিযায়ী শ্রমিকদের পরিবারের কাছে আবেদন রাজ্য পুলিশের।  'হেল্পলাইনে শুধু করা যাবে হোয়াটসঅ্যাপ, দেওয়া যাবে তথ্য। হেল্পলাইনে মেসেজ করে নাম ঠিকানা-সহ দেওয়া যাবে তথ্য। তথ্য যাচাই করে সংশ্লিস্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ', পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর দিয়ে আশ্বাস রাজ্য পুলিশের। 

অন্যদিকে, ৩০ বছর পরে বাংলাদেশি-আতঙ্ক ফিরল কোচবিহারের মাথাভাঙায়! ৩০ বছর আগে গুয়াহাটিতে, হঠাৎ কোচবিহারে অসম সরকারের নোটিস! ফালাকাটার পরে ফের কোচবিহার, ফের অসম সরকারের নোটিস!  গুয়াহাটি থেকে ফেরার ৩০ বছর পরে বৃদ্ধকে অসম সরকারের নোটিস! মাথাভাঙার সত্তরোর্ধ্ব নিশিকান্ত দাসকে নোটিস ধরাল অসম সরকার। '৩০ বছর আগে শ্রমিকের কাজ করতে গুয়াহাটি গিয়েছিলেন নিশিকান্ত। সেই সময় বাংলাদেশি সন্দেহে নিশিকান্তকে আটক করেছিল অসম পুলিশ। ভারতীয় প্রমাণপত্র দেখানোয় ছাড়, পরে কোচবিহার ফেরেন নিশিকান্ত। ১৯৬০ সালের জমির নথি দেখালেও কোনও কাজ হয়নি। ভোটার লিস্টে বাবার নাম দেখানোর কথা বলেন স্থানীয় আইনজীবী। ৪৫ বছর আগে নিশিকান্তের বাবা দেবেন্দ্রর মৃত্যু, কোথায় মিলবে সেদিনের ভোটার লিস্ট?' অসম সরকারের হঠাৎ নোটিস নিয়ে আতঙ্কে কোচবিহারের বৃদ্ধ নিশিকান্ত দাস।