ম্যাঞ্চেস্টার: চোট পাওয়া ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে ঈশান কিষাণের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। অফিশিয়াল কোনও বিবৃতি না দিলেও সূত্রের খবর ছিল যে বোর্ডের পক্ষ থেকে ঈশানের সঙ্গে নাকি যোগাযোগ করা হয়েছিল। দ্য ওভালে ব্যাক আপ উইকেট কিপার হিসেবে যোগ দেওয়ার কথা ছিল ছিল ঈশানের। কিন্তু শোনা যাচ্ছে যে ভারতীয় স্কোয়াডে নাকি যোগ দেওয়া হচ্ছে না ঝাড়খণ্ডের তরুণ উইকেট কিপার ব্য়াটারের। সূত্রের খবর, বিসিসিআই এমনকী নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছেন ঈশান কিষাণ।
পন্থ পায়ে চোট পাওয়ার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন। অর্ধশতরানও পূরণ করেন। কিন্তু সিরিজে আর হয়ত মাঠে নামা হবে না দিল্লি তারকার। তাঁর বদলি হিসেবেই ঈশান কিষাণকে দলের সঙ্গে যুক্ত করার ভাবনা ছিল বিসিসিআইয়ের। অজিত আগরকর নিজে যোগাযোগ করেছিলেন ঈশানের সঙ্গে। তবে তরুণ উইকেট কিপার ব্যাটার নাকি নিজেই না করে দিয়েছেন। তিনি কারণ হিসেবে জানিয়েছেন যে, কিছুদিন আগে নাকি স্ক্রুটি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন ঈশান। সেলাইও পড়েছে তাঁর। এই পরিস্থিতিতে ইশানের পক্ষে নাকি লন্ডনে উড়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি না করে দিয়েছেন। জানা গিয়েছে গোড়ালিতে চোট পেয়েছেন ঈশান।
কিছুদিন আগেই নটিংহ্যামশায়ারের জার্সিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন ঈশান। কাউন্টি ক্লাবের জার্সিতে ৮৭ ও ৭৭ রান করেছিলেন। ব্যাট হাতে ইংল্যান্ডের মাটিতে পারফরম্য়ান্সে নজর কেড়েছিলেন। তবুও জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি।
এদিকে ঈশান না আসায় ভাগ্য খুলে যেতে পারে নারায়ণ জগদীশানের। তামিলনাড়ুর এই উইকেট কিপার ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২ ম্য়াচ খেলেছেন এখনও পর্যন্ত। ৩৩৭৩ রান করেছেন। ১৩৩টি ক্যাচ ও ১৪টি স্টাম্প করেছেন জগদীশান। দ্য ওভাল টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন জগদীশান।
এদিকে, ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় টেস্টে শতরান হাঁকালেন জো রুট। কেরিয়ারের ৩৮ তম টেস্ট শতরান হাঁকালেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। ভারতের বিরুদ্ধে সর্বাধিক ১২টি শতরান এই ফর্ম্য়াটে পূরণ করে ফেললেন রুট। টেস্ট ক্রিকেটে ১৫৯২১ রান করে সচিন তেন্ডুলকর রানের নিরিখে সবার আগে রয়েছেন। তাঁর পরেই এবার জো রুটের স্থান। তিনি এখনও পর্যন্ত ১৩৩৭৯ রান করে ফেলেছেন। ইংল্যান্ডও প্রথম ইনিংসে ভারতের থেকে এগিয়ে গিয়েছেন।