মনোজ বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বিবাহ-বহির্ভূত (extra marital affair) সম্পর্ক রয়েছে, এই সন্দেহে (suspicion) স্ত্রীকে (wife) খুনের (murder) অভিযোগ উঠল স্বামীর (husband) বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (durgapur) ঘটনা। অভিযুক্ত মহম্মদ আকিলকে গ্রেফতার করেছে পুলিশ। দাবি,জিজ্ঞাসাবাদে সে খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছে।


কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের সিএমইআরআই বাসস্ট্য়ান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা মহম্মদ আকিল স্ত্রীকে বলে,দুই মেয়েকে তিনি যেন স্কুলে নিয়ে না যান। অভিযোগ, আকিলের সন্দেহ ছিল মেয়েদের স্কুলে ছেড়ে নুরি অন্য কোনও পুরুষের সঙ্গে দেখা করতে যেতেন। এই নিয়ে দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেছিল, দাবি স্থানীয়দের। আজ সকালে দুই মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়ার সময় স্বামী বাধা দিলে ফের নুরির সঙ্গে বচসা বাধে তার। অভিযোগ, তার কথা না শোনায় রাগের মাথায় স্ত্রীকে দরজা বন্ধ করে ওড়নার ফাঁস দিয়ে মেরে ফেলে মহম্মদ আকিল। দম্পতির দুই মেয়ে তখন বন্ধ দরজার ওপারে। তারা বার বার মাকে বাঁচানোর চেষ্টা করেছিল বলে জেনেছে পুলিশ। পরে স্থানীয়রাই পুলিশ ডেকে নুরি পরভিনকে হাসপাতালে নিয়ে যান। তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ প্রথমে অভিযুক্তকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের সময় অভিযোগ কবুল করলে গ্রেফতার করা হয় তাঁকে। দম্পতির বড় মেয়ে অর্চনা পরভিনও জানিয়েছে, মায়ের খুনের জন্য বাবার চরম শাস্তি চায় সে। এভাবে আচমকা নুরি পরভিনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া। সঙ্গে প্রশ্ন, স্রেফ বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহে এত আগ্রাসন?


প্রবণতায় উদ্বেগ...
চলতি মাসে খাস কলকাতায় কার্যত একই কারণে খুনের অভিযোগ ঘটেছিল। সে বার কাকার হাতে খুন হন ভাইপো। স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extra Marital Affair) রয়েছে সন্দেহে ভাইপোকে খুনের অভিযোগ ওঠে কাকার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যায়, এই নিয়ে তাঁদের মধ্যে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলছিল বলে জানা গিয়েছে। এমনকি বেড়াতে গিয়েও বচসাও বাধে দু'জনের মধ্যে। শেষমেশ কাকা অর্ণব দাসের হাতে ভাইপো দেবজিৎ পালকে খুন হতে হল বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঠাকুরপুকুরের ওই ঘটনাতেও স্রেফ সন্দেহের বশেই অভিযুক্ত এমন ঘটনা ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছিল প্রাথমিক তদন্তে।  
উনিশ-বিশ একই ছবি দুর্গাপুরেও। 


আরও পড়ুন:প্রয়াত 'জন অরণ্য' অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়