উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, করুণাময় সিংহ: মণিপুর হিংসার আঁচ এসে বড়েছে বাংলার রাজনীতিতেও। বিধানসভার বাদল অধিবেশনে মণিপুর প্রসঙ্গ তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। কিন্তু তাতে আপত্তি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মণিপুর নিয়ে মমলা চলছে সুপ্রিম কোর্টে (Manipur Violence)। তাই বিধানসভায় বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে না রাজ্য সরকার। তৃণমূল মণিপুর নিয়ে আলোচনার প্রস্তাব আনলে বিজেপি মুলতবি প্রস্তাব আনবেন বলে জানালেন শুভেন্দু (Suvendu Adhikari)।
গত দু'মাস ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরের। নারীনিগ্রহ, অগ্নিসংযোগ, খুনের অভিযোগ উঠে আসছে ভূরি ভূরি। সেই নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিদের দাবিতে একজোট বিরোধীরা। সেই আবহেই মণিপুর হিংসার আঁচ এসে পড়েছে এ রাজ্য়েও বিধানসভাতেও। সোমবার বিধানসভার বিএ কমিটির বৈঠকে তৃণমূল সিদ্ধান্ত নেয়,মণিপুরে হিংসার ঘটনা নিয়ে বিধানসভায় প্রস্তাব আনার। শুরুতেই এর বিরোধিতা করেছে বিজেপি।
রাজ্যের প্রস্তাবের প্রসঙ্গে শুভেন্দু বলেন, "মণিপুর নিয়ে বিধানসভায় আলোচনা করতে পারে না সরকার। কারণ এটা এখনও সুপ্রিমকোর্টে বিচারাধীন রয়েছে। আমাদের বিধানসভায় বিচারাধীন কোনও বিষয় নিয়ে আলোচনা করার অনুমতি দেন না অধ্যক্ষ। ফলে আমরাও মনে করি, মণিপুর নিয়ে আলোচনা করার কোন সুযোগ নেই। তবে যদি শেষ পর্যন্ত তাঁরা আলোচনা চান, আমরা আলোচনায় প্রস্তুত ।"
শুভেন্দুর এমন দাবিতে প্রতিক্রিয় জানিয়েছেন বিধানসভায় তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায়। তিনি বলেন, "বিএ কমিটিতে আসত হয়, সেখানে এই সব বলতে হয়। সেখানে না এসে শুধু সংবাদমাধ্যমের সামনে বলব, তা হয় না। আর মণিপুর নিয়ে আলোচনা হতেই হবে। সে আমি যে রাজনীতিকই হই না কেন। ওরা মুলতুবি প্রস্তাব আনতে চায়, নিয়ে আসুক, রুল বুক অনুযায়ী নিয়ে আসুক।"
আরও পড়ুন: Panchayat Poll Violence: মৃত BJP কর্মীর পরিবারের 'পাশে' রাহুল সিনহা, 'উস্কানি দেওয়ার' অভিযোগ TMC-র
যদিও এ প্রসঙ্গে কটাক্ষ ছুড়ে দিয়েছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর কথায়, "উনি তৃণমূলের সঙ্গে ছিলেন, তাই কীভাবে চলতে হবে সব জানেন। শুভেন্দু ধরা পড়ে যাচ্ছেন।"
শুধু বিধানসভায় প্রস্তাব আনাই নয়, মণিপুরে হিংসা এবং নারী নিগ্রহের প্রতিবাদে বুধবার থেকে এক মাস ধরে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, প্রধানমন্ত্রীকে অবিলম্বে সংসদে মণিপুর ইস্যুতে বিবৃতি দিতে হবে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "মণিপুরে যে ঘটনা ঘটেছে, অভাবনীয়। আমার মনে হয় দলমত নির্বিশেষে সকলের প্রতিবাদ করা উচিত। আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, একমাস ধরে সমস্ত জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। বুধবার দক্ষিণ কলকাতা থেকে এই কর্মসূচির সূচনা হবে। আমাদের বক্তব্য অবিলম্বে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে।"
একই ভাবে বিজেপি-র মহিলা বিধায়করা আবার মালদায় মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চলেছেন।শুভেন্দু জানিয়েছেন, বিজেপি দু'টি মুলতবি প্রস্তাব আনবে বিধানসভায়। রাজ্যে মহিলাদের উপর নির্যাতন সংক্রান্ত একটি, অন্যটি পঞ্চায়েত নির্বাাচনে সন্ত্রাস নিয়ে, যা নবেন মনোজ টিগ্গা। আলোচনা করতে না দেওয়া হলে, প্রতিবাদ হবে বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে শাসক-বিরোধী সংঘাতে সংসদের মতো, বিধানসভার চলতি অধিবেশনও উত্তপ্ত হবে বলেই মনে করছেন অনেকে।