নন্দকুমার: একুশের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) কোভিডের (corona phobia) আতঙ্ক ছড়িয়ে ভোট লুঠের অভিযোগ আনলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'কোভিডের তৃতীয় ঢেউয়ের সময় আতঙ্ক তৈরি করা হয়েছিল', অভিযোগ তাঁর। আরও সংযোজন, 'অনেকেই তখন ভোট দিতে যাননি, তাঁদের ভোট লুঠ করা হয়।' নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মতে, সে বার পুলিশকে দিয়ে ভোট লুঠ করানো হয়েছিল।
কী বললেন বিরোধী দলনেতা?
'পঞ্চম দফার নির্বাচনের পর কোভিডের তৃতীয় ঢেউ আসে। কিছু সংবাদমাধ্য়মকে ব্য়বহার করে কোভিড আতঙ্ক তৈরি করা হয়। ...যাঁরা সিনিয়র, পুলিশকে নিয়ে তাঁদের বাড়ির ভোট লুঠ করেন মমতা', অভিযোগ বিরোধী দলনেতার। তাঁর ব্যাখ্যা, এই কারণেই ২০২১ সালে তৃণমূল জিতলেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জিততে পারেননি। একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু। ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, তৃণমূলনেত্রী হেরে গিয়েছেন। যদিও সেই নিয়ে বিস্তর বিতর্ক ছিল। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'লক্ষ হিন্দু ভোটে কুপোকাত করেছি।' তাঁর আরও কটাক্ষ,
'মমতা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যায়। সরস্বতী-মন্ত্র ভুল বলেন। ভাত খেয়ে জুতো পড়ে চণ্ডীপাঠ চটকে দেয়।'
আর যা...
বিরোধী দলনেতার অভিযোগ, 'আমার সভা যেখানে হবে, সভা আটকাতে হবে। আপনার দয়ায় আমি বিরোধী দলনেতা নই।' শুভেন্দুর মতে, ক্য়াবিনেট মিনিস্টার পদমর্যাদার হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ে আসতে পাইলটের ব্য়বস্থা করেননি। এর পরেই সংযোজন, 'আমার এটা লাগে না। প্রয়োজন হয় না। আমি মমতা পুলিশের নিরাপত্তা নিই না।' আপনার কুকীর্তি আমি ফাঁস করে দেব', হুঁশিয়ারি শুভেন্দুর। সঙ্গে বলে, 'আমি ছোটখাটো লোকদের টার্গেট করি না। আমার টার্গেট পিসি আর ভাইপো। যারা চাকরি বেচে দিয়েছে, তাদের ক্ষমা করবে না।' দুর্নীতি প্রশ্নেও তিনি বিঁধেছেন তৃণমূল-সরকারকে। বলেছেন, 'বিচারব্যবস্থা এই রাজ্য়ের সর্বত্র দুর্নীতিকে সমূলে উৎপাটিত করার জন্য় এগিয়ে এসেছে। তদন্তকারী সংস্থাগুলো এগিয়ে এসেছে। একটার পর একটা জেলে যাচ্ছে।' এর পরেই তাঁর হুঙ্কার, 'অন্য লোককে দাঁড় করিয়ে ভাইপোকে ডায়মন্ড হারবারে হারাব।' এর জবাব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বলেন, 'অভিষেক তৃতীয়বারের জন্য জিতবেন, বাকিদের শখ পূরণ হলে ভাল।' ডায়মন্ড হারবারে নৌশাদ সিদ্দিকির প্রার্থী হওয়ার যে সম্ভাবনা রয়েছে, তা নিয়েও কটাক্ষ করেন কুণাল। বলেন, 'ভোট ভাগাভাগিতে বিজেপির সুবিধে করতেই নৌশাদকে প্রার্থী করার এই সম্ভাবনা।'
আরও পড়ুন:ছোটপর্দায় ফিরছে মিঠাই ও উচ্ছেবাবুর গল্প, পুনরায় সম্প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক