কলকাতা: হাতে গুনে পাঁচ মাস। শেষ হয়ে যাওয়ার ধারাবাহিক ফের টেলিকাস্টের (Re-run) সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ (channel authority)। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' (Mithai) ফের ফিরবে টেলিভিশন স্ক্রিনে। পুনরায় সম্প্রচারিত হবে মিঠাই আর উচ্ছেবাবুর গল্প। কবে কখন দেখা যাবে? 

Continues below advertisement

ফের সম্প্রচারিত হতে চলেছে 'মিঠাই'

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। মুখ্য চরিত্রে অভিনয় করতেন সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়। চলতি বছরের ৯ জুন শেষ হয় এই ধারাবাহিকের সম্প্রচার। কেক কেটে উদযাপিত হয় এই দিন। 

Continues below advertisement

এর ঠিক মাস পাঁচ পর পুনরায় এই ধারাবাহিক সম্প্রচারের কথা ঘোষণা করা হয় চ্যানেল কর্তৃপক্ষের তরফে। জানানো হয়েছে আগামী সোমবার, ১৩ নভেম্বর থেকে পুনরায় সম্প্রচারিত হবে 'মিঠাই'। শুধু তাই নয়, এই ধারাবাহিক চলবে টানা ১ ঘণ্টা। অর্থাৎ একদিন দুটো করে পর্ব একটানা দেখানো হবে। দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেখানো হবে এই ধারাবাহিক, প্রত্যেক সোমবার থেকে শনিবার। 

 

আরও পড়ুন: Agastya-Suhana: দীপাবলি পার্টিতে একসঙ্গে ক্যামেরাবন্দি সুহানা-অগস্ত্য, ফের চর্চায় সম্পর্কের গুঞ্জন

অর্থাৎ ফের পর্দায় ফিরবে 'মিঠাই'-এর মনোহরা পরিবার। ধারাবাহিক প্রেমীদের জন্যও সুখবর বটে। গত ৯ জুন হয় ধারাবাহিকের শেষ সম্প্রচার। গল্পের শেষ হয় হাতে হাত রেখে মিঠাই আর তার উচ্ছেবাবুর পিঠে-পাটিসাপটা বানানো দিয়ে। সবার কণ্ঠে টাইটেল ট্র্যাক গেয়ে, মিষ্টিমুখে ইতি টানা হয় ধারাবাহিকের সফল সফরে। সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন একাধিক পুরনো ছবি। সেখানে দেখা যায় মিঠি ও মিঠাইয়ের দুটো লুকই। শ্যুটিং শেষে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে সৌমিতৃষা শুনিয়েছিলেন শ্যুটিংয়ের শেষদিনের গল্প। শেষদিন কী করল মনোহরা পরিবার? সৌমিতৃষা বলেন, 'সেটে কেক আনা হয়েছিল। দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। শ্যুটিং শেষের পরে সবাই মিলে কেক কাটা হয়। সবাই একসঙ্গে বসে যেমন গল্প করেছি, আড্ডা মেরেছি, আবার আবেগপ্রবণও হয়েছি। আমরা সবাই একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম। অনুরাগীদের থেকে প্রচুর উপহার পেয়েছি। তার প্রত্যেকটাই আমার কাছে ভীষণ দামি, ভালবেসে দেওয়া। খুব গুরুত্বপূর্ণও। সবটা আমার কাছে যত্ন করে রাখা থাকবে।'

সিনেমায় অনেকদিনই হাতেখড়ি হয়েছে আদৃতের। রাজ চক্রবর্তীর জনপ্রিয় 'পরিণীতা' ছবিতে নজর কাড়েন তিনি। অন্যদিকে বড়পর্দায় কিছুদিনের মধ্যেই পা রাখতে চলেছেন সৌমিতৃষা। তাও আবার সুপারস্টার দেবের বিপরীতে। কাজ চলছে তাঁদের 'প্রধান' ছবির। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial