বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ১৩ সেপ্টেম্বর বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযান। তার আগে,আজ, নন্দীগ্রামে (nandigram) প্রচার মিছিল থেকে তৃণমূলসুপ্রিমো (mamata banerjee) থেকে অভিষেক বন্দোপাধ্যায় (abhisekh banerjee), ববি হাকিম-সহ (firhad hakim) শাসক শিবিরের তাবড়় নেতাকে তীক্ষ্ণ আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। হালে গার্ডেনরিচের (garden reach) ব্যবসায়ীর (businessman) বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার প্রসঙ্গ টেনে শুভেন্দুর কটাক্ষ, ' এখন উন্নয়ন কোথায়? দুয়ারে নেই, খাটের তলায়।'


কী বললেন শুভেন্দু?
পরশু অর্থাৎ মঙ্গলবার নবান্ন-অভিযান রয়েছে রাজ্য বিজেপির। তার আগে সরকার-বিরোধিতার সুর একেবারে চরমে নিয়ে যেতে চাইছে তারা। সেই প্রসঙ্গেই কখনও পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়, কখনও আবার হালে গার্ডেনরিচের ঘটনার অনুষঙ্গ টানেন বিরোধী দলনেতা। বলেন, 'গরিব খুঁজছে ছাদ, আর তৃণমূলের নেতারা কিনছে খাট।' সঙ্গে সংযোজন, 'আপনি পুরো ভারতে কোথাও দেখতে পাবেন না যে দরজা খুললে তাড়া তাড়া নোট। সরকারের রাস্তার গর্ত বোঝানোর টাকা নেই, কিন্তু অপা সিন্ডিকেটের ৫০ কোটি টাকা, ভাবতেও অবাক লাগে।... এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, ভাইপো মডেল।' এর পরেই মোবাইল গেমিং অ্যাপ প্রতারণায় অভিযুক্ত গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের প্রসঙ্গে চলে যান। উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে শুভেন্দুর কটাক্ষ, 'রাতের বেলা ঘোষিত ১৭ কোটি ১০ লক্ষ, সকালবেলা বলছে আরও বাড়বে।' সঙ্গে প্রাক্তন দলীয় সতীর্থ তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে বিদ্রুপ, 'ববি, ভাইপোর চাচা বলছে, ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে।' শুভেন্দুর কথা থেকেই স্পষ্ট ঠিক কোন অভিমুখে নিজেদের কর্মসূটি সাজাতে চলেছে তারা। বিরোধী দলনেতা নিজেও বলেছেন,'সিপিএম একঝুড়ি লোক নিয়ে সিজিও গিয়েছিল। কিন্তু সিজিও গিয়ে লাভ নেই।' নন্দীগ্রামে জয়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি। বলেন, 'চোরেদের রানিকে যদি টেনে নামাতে হয়... আপনারা আগেই নামিয়ে দিয়েছেন, নন্দীগ্রাম আগে যা ভাবে পশ্চিমবঙ্গ পরে তা ভাবে।'   


সভার প্রস্তুতি ঘিরে উত্তেজনা...
এদিকে নবান্ন অভিযানের আগে হুগলির পাণ্ডুয়ায় শুভেন্দু অধিকারীর জনসভা ও প্রস্তুতি মিছিলের আগেই উত্তেজনা। রাস্তায় লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে গতকাল রাতে চুঁচুড়া ও পাণ্ডুয়ার সংযোগস্থলে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসেই অবরোধ ওঠে। নবান্ন অভিযানের আগে আজ পাণ্ডুয়ায় সভা ও মিছিল করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপির কটাক্ষ, শুভেন্দুকে ভয় পেয়েই পতাকা খুলে ফেলেছে তৃণমূল। গেরুয়া শিবিরের কোন্দলের জেরে এই ঘটনা, পাল্টা আক্রমণ শাসকদলের। 


আরও পড়ুন:ডাকাতের হাত থেকে বেঁচে ফিরেছিলেন জমিদার, পুজোয় প্রাচীন ইতিহাসই ফিরে দেখে মণ্ডল পরিবার