কলকাতা: আজ হাজরায় (Hazra) অভিষেক (Abhishek Banerjee)-মমতার (Mamata Banerjee) বাড়ির কাছে হাজরায় বিকেলে সভা করলেন শুভেন্দু। সেখান থেকে নাম না করে অভিষেককে নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিনের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "আমি আজ হাজরায়, আপনি কোথায় পালিয়েছেন? কাঁথিতে তো আমার বাড়ির কাছে পকেটে হাত দিয়ে অনেক কথা বলেছিলেন। বিজেপির সভার পর কাল এখানে তৃণমূল সভা করবে, ইয়ে ডর আচ্ছা লাগা।"                         


তিনি এও বলেন, 'পুলিশ আছে বলে আপনারা আছেন। সংসদে নতুন বিল এলে আইপিএসদের নিয়ন্ত্রণ করবে কেন্দ্রের সরকার। ওয়ান নেশন ওয়ান পুলিশ যখন হবে, তখন কোথায় যাবেন?' হাজরার সভা থেকে ফের পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, 'পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, যেখানে পুলিশ পার্টির ক্যাডার। বর্ধমানে তৃণমূলের মঞ্চে পুলিশকে দেখা যাচ্ছে। এই পুলিশ দিয়ে কীভাবে পঞ্চায়েত ভোট হবে?'                                                                                                  


অন্যদিকে, এদিন ডিসেম্বরের তিন তারিখের সাসপেন্স নিয়ে ব্যাখ্যা শুভেন্দুর। 'আমি তিনটি তারিখের কথা বলেছি। এই তিন তারিখ মানে সরকার পরিবর্তন হবে বলিনি। তোলামূল পার্টির লোকেদের নিয়ে দল ভাঙিয়ে সরকার গড়ার কথা বলিনি। আমরা চোরদের নিয়ে সরকার গড়ব না', ডিসেম্বরের তিন তারিখের সাসপেন্স নিয়ে ব্যাখ্যা শুভেন্দুর। 'মর্নিং ওয়াকে গিয়ে আমি যা খুশি বলি না। আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, গিমিকে বিশ্বাস করি না। বাংলার বড় ডাকাত, ধেড়ে ইঁদুর ভিতরে যাবেই'।                          


আরও পড়ুন, 'সামাজিকভাবে চরিত্র হনন হচ্ছে, প্রতিদিন এক কথা শুনছি, কান ঝালাপালা হয়ে যাচ্ছে', জানালেন পার্থ


শুভেন্দু অধিকারী বলেন, 'বিজেপির সভার পর কাল আরেকটা সভা হবে এখানে। ১০০ দিনের লোকেদের নিয়ে কালকের সভা করবে। ত্রিপুরায় ১০ হাজারের বেশি চাকরি গেছে, সরকার বদলে গেছে। এখানে তো ৩০ থেকে ৪০ হাজারের বেশি চাকরি গেছে'।