কলকাতা: সিবিআইকে এবার বিস্ফোরক চিঠি দিলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়ের। চিঠিতে তিনি বলেন, ‘মেয়েকে মানসিক চাপ দিচ্ছে সিআইডি। শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর নামে অভিযোগ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। সারদার থেকে দুজনেই নিয়েছেন ৬ কোটি টাকা করে। তাঁর সামনেই টাকা দেওয়া হয়েছে বলে বয়ান দিতে দেবযানীকে চাপ। অভিযোগ না করলে আরও ৯টি মামলায় ফাঁসানো হবে তাঁকে'।                                           

  


এদিকে এই চিঠি নিয়ে সিআইডিকে নিশানা করে ট্যুইট শুভেন্দু অধিকারীর। টুইটে তিনি বলেন, ‘এক সময়ের মর্যাদাসম্পন্ন সিআইডি বাংলার পিসি-ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। ব্যানার্জিদের স্বার্থ রক্ষায় অপরাধকে ইন্ধন দিচ্ছে সিআইডি।"                           






এর আগে শুভেন্দু অধিকারী সম্পর্কে ধৃত সারদাকর্তা সুদীপ্ত সেন বলেছিলেন, "দ্বিতীয় চিঠির বয়ানে শুভেন্দু অধিকারীর নাম ছিল। ওঁর নামে বলেছি, লিখেছি।" কতবার টাকা নিয়েছিলেন শুভেন্দু সাংবাদিকদের তরফে সে প্রশ্ন করতেই সুদীপ্ত সেন বলেন, "সে আমি বিস্তারিত দিয়েছি। অনেক টাকাই নিয়েছে। কাঁথিতে শুভেন্দু অধিকারীর কথাতেই গিয়েছিলাম।"                                        



এদিকে,  দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়ের দেওয়া এই চিঠির এই বিষয়ে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, এমনটাই দাবি এডিজি সিআইডির। জানান হয়, ‘সিআইডি একটি তদন্তকারী সংস্থা।তারা তথ্যের ভিত্তিতে তদন্ত করে। দেবযানী মুখোপাধ্যায় নিজে সই করে কয়েকটি চেক ইস্যু করেছিলেন। সিআইডি অফিসাররা সেটাই খতিয়ে দেখতে জেলে গিয়েছিলেন। কিন্তু দেবযানী তদন্তকারীদের সঙ্গে কোনও সহযোগিতা করেননি’, জানালেন এডিজি সিআইডি।