কলকাতা : তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রীর লটারিতে এক কোটি টাকা জেতা নিয়ে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি, ডিয়ার লটারিতে এক কোটি টাকা পুরস্কার জেতেন কলকাতার জোড়াসাঁকোর (Jorasanko News) তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী রুচিকা। বিজ্ঞাপন দিয়ে সেই খবর বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করে লটারি আয়োজক সংস্থা। তারপর থেকেই বিরোধীদের আক্রমণে তারা। অভিযোগ উঠেছে লটারি ও তৃণমূলের সম্পর্কের।
এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে লেখেন, ডিয়ার লটারি এবং তৃণমূলের মধ্যে সম্পর্ক রয়েছে। তাঁর অভিযোগ, তিনি আগাগোড়াই বলে আসছেন, ডিয়ার (ভাইপো) লটারি এবং তৃণমূলের মধ্যে সম্পর্ক রয়েছে। এটা টাকা নয়ছয়ের সহজ পথ। সাধারণ মানুষ লটারির টিকিট কাটে, কিন্তু বাম্পার পুরস্কার জেতেন তৃণমূল নেতারা। প্রথমে অনুব্রত মণ্ডল জ্যাকপট পেয়েছিলেন। এবার তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তর স্ত্রী এক কোটি জিতলেন।
<script async src="https://platform.tw এই বিষয়ে কেন্দ্রীয় এজেন্সি ইডির বক্তব্য, আগেই এই সংস্থার বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগকে সামনে রেখে লটারি সংস্থার একাধিক অফিসে তল্লাশি চালানো হয়। কয়েকজন অধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সংস্থার লটারি জেতায় তৃণমূল বিধায়কের স্ত্রীর বিষয়টিও ইডি’র নজরে রয়েছে বলে এই কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি। এর আগে চলতি বছরের গোড়ার দিকে, Lottrysambadresult. In নামে এক ওয়েব সাইটে দেখা যায়, ১ কোটি টাকার লটারি জিতেছেন অনুব্রত। ওয়েবসাইটে দৈনিক লটারি বিজেতার ছবি দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়, সেখানেই অনুব্রতের নাম এবং ছবি বের হয়। সেখানেই লেখা ছিল অনুব্রত মণ্ডল এক কোটি টাকা জিতেছেন। এই ঘটনাগুলিকেই সামনে রেখেই চাঞ্চল্যকর অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী।