বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: অবৈধভাবে স্কুলে (School) চাকরি (Job) পেয়েছেন শেখ সুফিয়ানের মেয়ে ও আবু তাহেরের বোন। নন্দীগ্রামে (Nandigram) দাঁড়িয়েই দুই দাপুটে তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি শেখ সুফিয়ানের। যোগ্যতা অনুসারেই চাকরি পেয়েছেন বোন, দাবি আবু তাহেরের।
২০১৪ সালের প্রাথমিকে টেটে নিয়োগ দুর্নীতি মামলায় ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত ও তাঁদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের।
শুভেন্দুর অভিযোগ
এই আবহে এবার নন্দীগ্রামের দুই দাপুটে তৃণমূল নেতার মেয়ে ও বোনের নাম উল্লেখ করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ও স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ও বিজেপি নেতা বলেন, "এরকম হাজার হাজার আছে। যাঁরা বেসিক দেয়নি, টেট পাস করেনি, পরীক্ষায় পাস করেনি। সুফিয়ানের মেয়ে, তাহেরের বোনও আছে। এদের সকলেরই চাকরি যাবে।"
যদিও নন্দীগ্রামের বিজেপি বিধায়কের এই অভিযোগ অস্বীকার করেছেন শেখ সুফিয়ান ও আবু তাহের। তাদের পরিবার সূত্রে খবর, শেখ সুফিয়ানের ৭ মেয়ের মধ্যে কেবলমাত্র মেজো ও সেজো মেয়ে চাকরি করেন। সুফিয়ানের মেজো মেয়ে অঙ্গনওয়াড়ি কর্মী। সেজো মেয়ে একটি মাদ্রাসায় ক্লার্কের পদে রয়েছেন।
আরও পড়ুন, পাভলভে আবাসিকদের গায়ে ক্ষতচিহ্ন, ঘা; সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর
পাল্টা অভিযোগ
অন্যদিকে আবু তাহেরের বোন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল নেতা ও সহ সভাধিপতি শেখ সুফিয়ান বলেন, "উনি মিথ্যে কথা বলছেন। আমার কোনও মেয়ে প্রাইমারিতে চাকরি করে না। মিথ্যে কথা বলে উনি জনগণকে ভুল বোঝাচ্ছেন।" নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সহ সভাপতি আবু তাহের বলেন, "আমার বোন যোগ্যতা অনুসারেই চাকরি পেয়েছেন। কোনও সুপারিশ বা মাধ্যম লাগেনি।"
SSC, ২০১৪’র প্রাথমিক টেট-সহ নিয়োগ দুর্নীতির মোট ১০টি মামলার তদন্ত করছে CBI’এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম।