কলকাতা: 'মিথ্যে' মামলায় জেল খাটা বিজেপি (BJP) নেতা-কর্মীদের জন্য 'সংগ্রামী ভাতা'র ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি সরকারে এলে এই ভাতা দেওয়া হবে বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ৫ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে ঘোষণা শুভেন্দুর। 


সংগ্রামী ভাতার ঘোষণা: নন্দীগ্রামে বিজেপির প্রচার সভা থেকে এদিন শুভেন্দু এক দলীয় কর্মীকে বলেন, 'আমরা যেদিন সরকার গড়ব তোমায় পেনশন দেব।' এরপর শুভেন্দু ঘোষণা করেন, 'যত জনকে জেল খাটিয়েছে, বিজেপি যেদিন সরকারে আসবে সবাইকে সংগ্রামী ভাতা দেওয়া হবে। যত জনকে জেল খাটিয়েছে ৫ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব। যে তদন্তকারী অফিসাররা রিপোর্ট দিয়ে জেল খাটিয়েছেন, তাদের নাম লেখা থাকল। হুঁশিয়ারি নয়, সতর্ক করে রাখলাম। 


শুভেন্দুর এই ঘোষণা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, "আদর্শ আচরণবিধি চলছে। এখন এই টাকা দেব, ভাতা দেব এগুলো ঘোষণা করা যায় না। এটা একটা মজাদার ব্যাপার। দায়িত্ব জ্ঞানহীন হাসির ব্যাপার। বিজেপির লোকেরাই হাসছে। প্রতি অ্যাকাউন্ট ১৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। যেটা আজ পর্যন্ত হয়নি। এরা তো দেব বলে দেয় না। যেটা দিতে হবে না জানে কোনওদিন ক্ষমতায় আসবে না, ওদের মুখে তো লাগাম থাকে না।'' 


বিরোধী দলনেতার মন্তব্যে নিয়ে তোপ দাগলেন তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "গল্প দেওয়ার একটা সীমা থাকে। এই নন্দীগ্রামে শেখ সুফিয়ান মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। সেই শেখ সুফিয়ানের জামাই যিনি ভোট পরবর্তী হিংসা মামলায় জেলার বাইরে রয়েছেন, আপনার বিজেপির সমর্থনে তিনি এখন মহম্মদপুর পঞ্চায়েতের প্রধান। ওসব গালগল্প। কিছু হবে না।'' 


এর আগে গত ১৩ মার্চ রানাঘাটের সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা আশ্বাস দেন, বিজেপি সরকার হলে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা ৩ হাজার টাকা করা হবে। শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপি এলে আগে বলতাম দু-হাজার করে দেব, এখন বলছি বিজেপি সরকার করলে ৩ হাজার করে দেব। ৩ হাজার করে দেব।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Sandeshkhali Chaos: 'ভীষণ ভয় লাগছে, পুলিশকেও মার, কত সাহস' প্রতিক্রিয়া আহত কনস্টেবলের মায়ের