কলকাতা : মেয়ে চলে গিয়েছে, অতিক্রান্ত ১০ দিন। এক সঞ্জয় ছাড়া , কেউই ধরা পড়ল না এখনও। আর সঞ্জয় যে একা অন্যায়টি ঘটিয়েছে, এমনটা মানতে চান না নির্যাতিতার মা- বাবা কেউই। বারবারই তাঁরা বলে এসেছেন , ভেতরের কেউ এই ঘটনায় যুক্ত। কিন্তু পুলিশি তদন্ত সম্পর্কে তারা শুরু থেকেই সন্তুষ্ট ছিলেন না। ইদানিং স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের সুপার বিনীত গোয়েলের সদিচ্ছা সম্পর্কেও তাঁরা সন্দিহান। তাঁরাও চান, সিপি - কে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে তাঁরা স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন রাজ্য সরকারের উপর তাঁরা সন্তুষ্ট নন। 


এবার নির্যাতিতার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানের ডাক  দিতে বললেন শুভেন্দু অধিকারী। এর আগেও শুভেন্দু অধিকারী ঝান্ডাহীন আন্দোলনের কথা বলেছিলেন। এবারও বললেন। শুভেন্দু জানালেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি নবান্ন অভিযান ডাকতে পারবেন না। বললেন 'ওনাকে আসতে হবে না। উনি শুধু কলটা দিন। উনি শোকার্ত হৃদয়ে আছেন। উনি শুধু অভিযানের কথা বলুন। আমরা বাকি টা যা করার করে দেব। ' 


পার্টির পতাকা হাতে নিয়ে তাঁরা মিছিলের ডাক দিতে পারবেন না। শুভেন্দু আরও বলেন, নির্যাতিতার বাবাকে মিছিলে হাঁটতে হবে না। তিনি শুধু এক বার ডাক দিন নবান্ন অভিযানের। তার পর তাঁরাই দায়িত্ব নিয়ে নেবেন। 


শুভেন্দুর আর্জি, ওনারা একটা দিন ঠিক করে বলুন, এদিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান করবে। তারপর 'আমরা দেখে নেব' বললেন শুভেন্দু । 


আরজি করের ঘটনায় শাসকদলের ভূমিকার সমালোচনা করেন শুভেন্দু।  বলেন, রাজ্য সরকার স্বীকার করে নিয়েছেন, রাত মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা রাখার কোনও জায়গা আছে?  সরকার নিজেই বলছে মহিলারা রাতে নিরাপদ নয়। এরপর হয়ত দিনের বেলাতেও মহিলাদের বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হবে।   


এরই মধ্যে নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রীর প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন,  'নির্যাতিতার বাবা বলেন, 'নিজে রাস্তায় নামছেন নির্যাতিতার বিচার চেয়ে অথচ ১৪৪ ধারা জারি করে এই আন্দোলনকে বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কেন? এই দ্বিচারিতা কেন করছেন? তবে কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন?' 


আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার