কলকাতা: লোকসভা ভোটের দ্বিতীয় দফার রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং-এর ভোটের সকালেই পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতার ভাইপোর রহস্যমৃত্যুর ঘটনা ঘটে। যা নিয়ে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


তৃণমূলকে নিশানা: এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, "আরও একটি ভয়ঙ্কর অপরাধ। ভোটের ময়দানে তৃণমূল যত মাটি হারাচ্ছে, তত হিংস্র হয়ে উঠছে। বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত দাবি করছি। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। তদন্তের দায়িত্ব দিতে হবে  CBI-কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে।''


 





বিজেপি সমর্থককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই মৃত্যুর ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশনও। মৃত্যু হয়েছে, বাকচার গোড়ামহল গ্রামের বাসিন্দা দীনবন্ধু মিদ্য়ার। দীনবন্ধুর জেঠু গৌতম মিদ্যা ২৩৪ নম্বর বুথের সহ সভাপতি। এই বুথেরই সভাপতি ছিলেন বিজয়কৃষ্ণ ভুঁইয়া। গতবছর পঞ্চায়েত ভোটের আগে, ১ মে, বাকচার এই গোড়ামহল গ্রামেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজয়কৃষ্ণকে খুনের অভিযোগ ওঠে। মৃত দীনবন্ধু মিদ্য়ার পরিবারের দাবি, বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

এদিন, বিজেপি কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়ে দাবি করে,  খুন করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে দীনবন্ধু মিদ্য়ার। আদালত মামলা দায়ের করার অনুমতিও দেয়। তবে মৃতদেহ কেন্দ্রের অধীনে কোনও হাসপাতালে ময়নাতদন্তের ক্ষেত্রে আবেদনে আপত্তি জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, এখনই এটা বলতে গেলে লিখতে হবে, রাজ্যের পরিকাঠামো ভেঙে পড়েছে। সেটা কি বাস্তব? আপাতত পুলিশ তার মতো ময়নাতদন্ত করে ভিডিওগ্রাফি করতে হবে। আগামী দু'দিন মৃতের পরিবার দেহ সংরক্ষণ করে রাখতে পারবে। সোমবার এই মামলার শুনানি করবে আদালত। কোনও বিধিভঙ্গ হয়েছে কি না সেদিন কোর্ট বিবেচনা করে পরবর্তী নির্দেশ দেবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Sandeshkhali Update: অত্যাধুনিক প্রযুক্তি ব্য়বহার, রোবট এনে তল্লাশি শুরু সন্দেশখালিতে