Sandeshkhali Update: অত্যাধুনিক প্রযুক্তি ব্য়বহার, রোবট এনে তল্লাশি শুরু সন্দেশখালিতে

Sandeshkhali Situation Update: রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে সন্দেশখালিতে এনএসজি

Continues below advertisement

সন্দেশখালি: ভোটের মধ্যেই সন্দেশখালিতে (Sandeshkhali) অস্ত্র ভাণ্ডারের হদিশ। অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলার পর নামল এনএসজি। এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে বিস্ফোরকের খোঁজে শুরু তল্লাশি। এলাকা ঘিরল কমান্ডো।

Continues below advertisement

কীভাবে কাজ করে এই রোবট? 

এই ধরনের রোবটকে বলা হয় এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল রোবট। সাধারণত, জঙ্গি উপদ্রুত এলাকায় এই ধরনের রোবট ব্যবহার করা হয়। কোনও বিস্ফোরককে শনাক্ত করা তা নিষ্ক্রিয় করার কাজের ক্ষেত্রে যদি কোনও ঝুঁকি থাকে তখন এই রোবট ব্যবহার করা হয়। অনেক সময়ই বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আহত হওয়ার আশঙ্কা থাকে। যে জায়গায় বিস্ফোরক রাখা রয়েছে, সেখানে কীভাবে ওই বিস্ফোরক রাখা আছে তা নিয়ে যদি অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে এই রোবটের ব্যবহার করা হয়। কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলে কোনও মানুষের ক্ষতি হবে না। হবে রোবটের। সেভাবেই এই রোবট তৈরি করা হয়েছে। রোবটের সামনে যে ক্যামেরা থাকে তা থেকে ভিজ্যুয়াল পাওয়া যায়। দূর থেকেই তার গতিবিধি নিয়ন্ত্রণ, ছবি দেখা যায়। মোবাইল, বা যে কোনও স্ক্রিনে ছবি দেখা যায়। রিমোটের মাধ্যমেই তার গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়। দূর থেকে বিস্ফোরকের অবস্থান দেখেই তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। মূলত NSG এই ধরনের রোবট ব্যবহার করে থাকে। সন্দেশখালির ক্ষেত্রেও আশঙ্কা করা হচ্ছে ওই বাড়ির মধ্যেও বিস্ফোরক রয়েছে। তাই এই বিস্ফোরকের অবস্থান দেখতে ব্যবহার করা হচ্ছে রোবট। 

ভোটের আবহে জেলবন্দি শেখ শাহজাহানের গড়ে অস্ত্র ভাণ্ডারের হদিশ পেয়েছে সিবিআই। সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতার আত্মীয়ের বন্ধ বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযানে মেলে প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা। CBI সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এদিন সরবেড়িয়ায় আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় ৫টি দল। ভেড়ি দিয়ে ঘেরা বাড়ি তালাবন্ধ ছিল। বাড়িতে বিদ্যুৎ সংযোগও ছিল না। বিদ্যুতের ব্যবস্থা করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সিবিআই। CBI সূত্রে খবর, একতলা বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। যার মধ্যে কমপক্ষে ১০-১২টি বিদেশি বন্দুক। স্থানীয়দের দাবি, আবু তালেব নিজেও তৃণমূল কর্মী। ভোটের জন্য সন্দেশখালিতে অস্ত্র মজুত, নাকি আগে থেকেই মজুত ছিল? উঠছে প্রশ্ন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার' ঘোষণা মমতার

Continues below advertisement
Sponsored Links by Taboola